নিজস্ব প্রতিবেদক :
সহধর্মীনি চকরিয়া পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শাহেদা জাফরকে সাথে নিয়ে স্বস্ত্রীক ওমরায় যাচ্ছেন কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। সবকিছু ঠিকঠাক থাকলে জাফর আলম এমপি দম্পত্তি আজই পবিত্র মক্কা নগরী সৌদিআরব রওয়ানা দেওয়ার কথা জানা গেছে।
তিনি ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানী ও আপনাদের দোয়ায় পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে আজ সস্ত্রীক পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হবো।
তিনি বলেন, আমরা যাতে সুস্থ ও স্বাভাবিক ভাবে পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে এসে আবারো আপনাদের সেবায় নিয়োজিত হতে পারি সে জন্য মহান আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের সুখ-শান্তি ও সমৃদ্ধি চেয়ে দোয়া করবো।
0 comments: