শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় অভিজাত রেস্টুরেন্ট এন্ড পিৎজা হাউজ ‘কাচালং’ এর আয়োজনে জাতীয় ফুটবলদলের গোলকিপার আনিসুর রহমান জিকো ও মিড ফিল্ডার মো. ইব্রাহিমকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২এপ্রিল) বিকালে ইফতারপূর্বক বর্ণাঢ্য অনুুষ্ঠানে কাচালংয়ের স্বত্ত্বাধিকারী কমরউদ্দিন আরমান ও পরিচালক গোফরানুর রহমানসহ কাচালং পরিবার ফুলেল শুভেচ্ছা জানিয়ে দুই তারকা ফুটবলারকে বরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিক আলম।
এসময় ক্রীড়ানুরাগি বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় ফুটবলদলের তারকা খেলোয়াড় গোলকিপার আনিসুর রহমান জিকো ও মিড ফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম দু’জনই চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কৃতী সন্তান।
0 comments: