নিজস্ব প্রতিবেদক :
খুটাখালী ইউনিয়ন উত্তর জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুর রহীমের সভাপতিত্বে ও দক্ষিণের সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা দক্ষিণের আমীর মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক।
তিনি বলেন, সিয়াম সাধনার রমজান আমাদের তাকওয়ার শিক্ষা দেয়। তাকওয়া অর্জনের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য মাহে রমজানের শিক্ষাকে দৈনন্দিন জীবন পরিচালিত করার আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর খুটাখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবদুর রহমান ও সহকারী সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম।
বক্তব্য রাখেন খুটাখালী তমিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা রাহমত সালাম, খুটাখালী ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা কাজী শওতুর রহমান, সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম নোমান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: