নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষ্যে ১০তম মাসব্যাপী মাহফিলে নুযুলে কুরআন রোববার (৩ এপ্রিল) দুপুর দুইটায় মসজিদ মিলনায়তনে শুরু হয়েছে।
মসজিদের খতিব বিশিষ্ট আলেমেদ্বীন ও নুযুলে কুরআন মাহফিলের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ আবু আইয়ুব আনসারীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার আলোচনা পেশ করেন চকরিয়া সোসাইটি শাহী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ বশির আহমদ।
এসময় ফাঁসিয়াখালী ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডের মেম্বার হাজী নুর মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মকসুদ আহমদ, হাজিয়ান আদর্শ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবু হুরায়রা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
0 comments: