নিজস্ব প্রতিনিধি :
চকরিয়ার উত্তর বরইতলী নতুন রাস্তার মাথাস্থ চকরিয়া আন্-নূর হাসপাতালের উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে সোমবার (১১এপ্রিল) মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জে.এম নুরশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যাপক ড. জাকের হোছাইন হাওলাদার।
এতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ম্যানেজার এম. আসহাব উদ্দীন ছোটন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন হসপিটালের মার্কেটিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ।
এসময় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের স্টাফ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে হাসপাতালের উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
0 comments: