মোহাম্মদ ইয়াছিন মহেশখালী উপজেলার নতুন ইউএনও

আমিনুল হক, মহেশখালী : 

মহেশখালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন যোগদান করেছেন। তিনি গত ১৪ মার্চ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করে ১৫ মার্চ মহেশখালীতে কার্যকাল শুরু করেছেন। তিনি ইতোপূর্বে চট্টগ্রামের খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  কার্যালয়ের সংস্থাপন শাখা হতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্মারক নং -৬৯৮) তাকে গত ২০২১ সালের ২৩ডিসেম্বর মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়। 

দীর্ঘদিন পর তিনি গত ১৪ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের কাছে যোগদান করে  ১৫মার্চ থেকে মহেশখালীতে কার্যকাল শুরু করেন। নবাগত ইউএনও মোহাম্মদ ইয়াছিন ১৫মার্চ বিকালে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। 

এসময় নবাগত ইউএনও মোহাম্মদ ইয়াছিন সকলের প্রচেষ্টায় মহেশখালীতে সরকারি বেসরকারি প্রকল্পের কাজ সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করার গুরুত্বারোপ করেন। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় মহেশখালীতে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি সকলের কাছে আন্তরিক সহযোগিতা চেয়েছেন। 

উল্লেখ্য যে, মহেশখালীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহামদ ইয়াছিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কৃতি সন্তান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: