স্পোর্টস রিপোর্টার :
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী প্রদত্ত বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১মার্চ) অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন হয় চকরিয়া কেন্দ্রীয় বিদ্যালয় ক্রিকেট একাদশ।
পরে সন্ধ্যায় চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
এতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনসহ বিশিষ্ট ক্রীড়ানুরাগি ব্যক্তিবর্গ বিশেষ অতিথি ছিলেন।
অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: