নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া থানার ওসি মোঃ ওসমান গণির সভাপতিত্বে ও মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবদুল জব্বারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। তিনি বলেন, মানব সৃষ্ট সামাজিক ব্যধি থেকে পরিত্রাণ পেতে সকলকে সচেতন হতে হবে। তাই সম্মিলিত প্রচেষ্টায় আইন শৃঙ্খলার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোঃ তফিক আলম, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জুয়েল ইসলাম, বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও পূর্ব বড়ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না।
চকরিয়া থানার আয়োজনে বিট পুলিশিং সভায় পূর্ববড় ভেওলা ইউপি, বি.এম.চর ইউপি, কোনাখালী ইউপি'র গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
0 comments: