শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়া জমজম হাসপাতালের ২৬ বছরে পদার্পন ও মহান স্বাধীনতার মাস উপলক্ষ্যে মাসব্যাপী বিশেষ সেবামাস চালু করা হয়েছে।
মঙ্গলবার (১মার্চ) সকাল থেকে শুরু হলেও বিকাল চারটায় প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
জমজম হাসপাতালের চেয়ারম্যান ডাঃ একেএম ফজলুল হকের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় হাসপাতাল মিলনায়তনে সেবামাস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়েজুর রহমান।
এসময় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের পরিচালক, কর্মরত ডাক্তার, কর্মচারী ও সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) গোলাম কবির জানান, মাসব্যাপী সেবা মাস উপলক্ষ্যে ১মার্চ থেকে ৩১মার্চ পর্যন্ত সবধরনের পরীক্ষায় ৪০শতাংশ ছাড় দেয়া হবে।
0 comments: