স্পোর্টস রিপোর্টার :
চকরিয়া থানার উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (১২মার্চ) রাতে থানা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। এতে সাদেক-সুজয় জুটিকে হারিয়ে রিপন-অর্ণব জুটি চ্যাম্পিয়ন হয়। গত ৮মার্চ রাতে স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
খেলা শেষে চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিক আলম। বিশেষ অতিথি ছিলেন ট্রাফিক শাখার পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান।
এসময় থানার অপারেশন অফিসার রাজিব রায়, মীম ফেব্রিক্সের মিজানুর রহমানসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও বিজিতদলের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ট্রাফিক শাখার পুলিশ পরিদর্শক মশিউর রহমান। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন অধ্যাপক সিন্টু কুমার চৌধুরী ও সাংবাদিক এম জাহেদ চৌধুরী।
0 comments: