নিজস্ব প্রতিবেদক :
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯মার্চ) চকরিয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবকদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
মিছিলটি চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠিত মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল চকরিয়া উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান জাস্টিস, সাধারণ সম্পাদক নুরুল আবছার রিয়াদ, চকরিয়া পৌরসভা শাখার সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রানা হামিদ।
এসময় স্বেচ্ছাসেবকদল নেতা মাস্টার ফখরুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম সুমনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 comments: