নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলার বৃহত্তর সাংস্কৃতিক সংগঠন ও দেশের সাড়া জাগানো প্রবাল শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত সোমবার (২১ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের অন্যতম গীতিকার ও সুরকার শিল্পী শোয়াইব বিন হাবিব। বিশেষ অতিথি ছিলেন শিল্পী মুসা ইবনে হোসাইন বিপ্লব ও শিল্পী আরমান মাহমুদ।
পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাল শিল্পী গোষ্ঠীর পরিচালক শিল্পী মিনার উদ্দিন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক শিল্পী মারুফ ইবনে আব্বাস।
এসময় উপস্থিত ছিলেন মোবারক হোসাইন, মুঃ ইয়াছিন আরফাত, আবু হুরাইরা, তানজিলুল ইসলাম রোহান, আবদুল আজিজ, মারুফুল ইসলাম, শিশু-কিশোর একঝাঁক শিল্পী ও অভিভাবকবৃন্দ।
পরে অতিথিবৃন্দ মাতৃভাষা দিবসের আয়োজিত সাংস্কৃতিক প্রযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
0 comments: