-মতবিনিময় সভায় গভর্নিং বডির সভাপতি ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মাদরাসার শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, দেশ ও জাতি গঠনে চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। এ ইতিহাস ও ঐতিহ্যকে সামনে রেখে যোগ্য আলিম ও সুনাগরিক তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের নিবিড় পরিচর্যার মাধ্যমে গড়ে তোলতে তিনি শিক্ষকমণ্ডলীর প্রতি উদাত্ত আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাযাআত উল্লাহ ফারুকী, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এনামুল হক, আঞ্জুমনে তোলাবায়ে সাবেকীনের সভাপতি মাওলানা মমতাজুর রহমান, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ওলি উদ্দিন, বিশিষ্ট দানবীর মাদ্রাসা গভর্নিং বডির অন্যতম সদস্য আলহাজ আব্দুস শুকুর, দাতা সদস্য মাওলানা জসিম উদ্দিন কবির, তোলাবায়ে সাবেকীনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আহমদুল কবির, মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন মাদরাসার শিক্ষকমণ্ডলী। পরে মাদরাসার অগ্রগতি এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসার উপাধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ শাহে আলম।
0 comments: