চকরিয়া টাইমস :
সে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন ও সালমা সোলতানা দম্পতির বড় ছেলে।
মেধাবি ছাত্র তায়েফ উপজেলার খুটাখালী তমিজিয়া ফাজিল মাদরাসা হতে ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি ও খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।
এরই ধারাবাহিকতায় সে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকেও এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভের কৃতীত্বের স্বাক্ষর রাখে।
কৃতী শিক্ষার্থী মুহাম্মদ তায়েফ তার এ ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং বাবা-মা, শিক্ষক, আত্মীয়-স্বজনসহ এলাকার সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। সে উচ্চতর পড়ালেখার মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে দেশ ও দশের কল্যাণে ভূমিকা রাখতে একজন আদর্শ চিকিৎসক হতে চায়। তায়েফ উচ্চ শিক্ষায়ও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে বাবা-মাসহ সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেন।
0 comments: