নিজস্ব প্রতিবেদক :
জাতীয় পর্যায়ে অনলাইন কুইজ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে ল্যাপটপ পুরস্কার পেয়েছে এবিসি মডেল কিন্ডারগার্টেন কুতুবদিয়ার শিক্ষার্থী ইনতিসার আলম সিয়াম।
গত বৃহস্পতিবার (৩ফেব্রুয়ারি) ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় পর্যায়ে অনলাইন কুইজ এবং জেলা পর্যায়ে প্রেজেন্টেশন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ কুইজে চতুর্থ স্থান অর্জনকারী কুতুবদিয়ার ইনতিসার আলম সিয়ামের হাতে ল্যাপটপ পুরস্কারটি তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ৷
এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার নিরুপম মজুমদার এবং প্রোগ্রামার সুব্রত দাশসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার তুলে দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ে প্রেজেন্টেশন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন জান্নাতুল তাবাচ্ছুম, তোহফাতুল জান্নাত এবং মোহাম্মদ আবরার আহাদ রাফি৷
জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন খালেদ বিন রশিদ, আলমারজান রেশমি এবং আফরোজা রহমান নওরিন।
এছাড়াও জেলা পর্যায়ে সেরা উদ্যোক্তা হিসেবে মোঃ আলতাফ উদ্দীন ও সাদিয়া কাউছার খানম ১০হাজার টাকা করে পুরস্কার লাভ করেন।
জেলা প্রশাসক সংক্ষিপ্ত বক্তব্যে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের সুস্বাস্থ্য কামনা করেন।
0 comments: