নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরউদ্দিন বুলবুল দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে দেখতে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার মেয়র মুুজিবুর রহমান।
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়াসহ স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ অসুস্থ সাবেক ছাত্রনেতা আমিরউদ্দিন বুলবুলের শয্যাপাশে বেশকিছু সময় অতিবাহিত করেন। মহান আল্লাহর দরবারে তার আশু সুস্থতা কামনা করেন।
0 comments: