নিজস্ব প্রতিবেদক :
ভারতে চিকিৎসাধীন ক্যান্সারে আক্রান্ত চকরিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক শেখ মোহাম্মদ হানিফের আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করেছে চকরিয়া প্রেসক্লাব।
শনিবার (১২ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় চকরিয়া প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি এম. জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় এ দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্টা দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা জাকের উল্লাহ চকোরী।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সকলের উপস্থিতিতে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত অসুস্থ সাংবাদিক শেখ মোহাম্মদ হানিফের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ।
0 comments: