নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার থানা সেন্টার এলাকার জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন চকরিয়া পৌরসভার দ্বিতীয়বারের নির্বাচিত মেয়র মো. আলমগীর চৌধুরী। তিনি মুসলমান ধর্মাবলম্বীদের অনন্য ঐতিহ্যের নিদর্শণ মিনারের আদলে আল্লাহু সম্বলিত একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। পৌরশহরকে আধুনিকায়নের মাধ্যমে নান্দনিক করে ঢেলে সাঁজাতে এমন পরিকল্পনা হাতে নেন তিনি।
বৃহস্পতিবার (১৩জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজ ফেসবুকের টাইমলাইনে বিষয়টি নিশ্চিত করে মেয়র আলমগীর চৌধুরী বলেন, চকরিয়া পৌরসভার থানা সেন্টার চত্ত্বরে এই ভাস্কর্যটি নির্মাণ করার জন্য প্রদক্ষেপ নিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে কাজ আরম্ভ হবে।
0 comments: