নিজস্ব প্রতিবেদক :
মালুমঘাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮জানুয়ারি) সকাল পৌঁনে দশটার দিকে অগ্নিকাণ্ডে একাধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।
সংশ্লিষ্টরা জানান, ফায়ার সার্ভিস এসে পৌঁছাতে বিলম্ব হওয়ায় আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে মালুমঘাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্তরা প্রশাসনিক সহায়তা পেতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।
0 comments: