সাংবাদিক শাহেদ মিজানের ওপর সন্ত্রাসী হামলায় সাংবাদিক ইউনিয়নের নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি: 

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্য ও কক্সবাজার নিউজ ডটকম এর চীফ রিপোর্টার শাহেদ মিজান এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (রেজি নং-২৫৭৫)। সংগঠনের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়।

জেইউসি’র সভাপতি জি এ এম আশেক উল্লাহ এবং সাধারণ সম্পাদক এস এম জাফর যৌথ বিবৃতিতে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি।’

উল্লেখ্য, শুক্রবার (২১ জানুয়ারী) সাংবাদিক শাহেদ মিজান পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে শহরের বিমান বন্দর সড়কের শ্যামলী কাউন্টারের কর্মচারী সন্ত্রাসী মনসুরের নেতৃত্বে ৪/৫ জনের একটি গ্রুপ সংঘবদ্ধভাবে হামলা চালায়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: