নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আলীখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার (১৭জানুয়ারি) স্থানীয় খেলার মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ও উদ্বোধক আলীখালী সিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান সরওয়ার কামাল সিকদার।
খেলা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আবছার মাহমুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ফরহাদুজ্জামানসহ ক্রীড়ানুরাগি ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খেলায় প্রাক্তন ছাত্র পরিষদ জাদীমুড়া ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে রঙ্গিখালী জামাল মেম্বার ফুটবল একাদশ জয়লাভ করেন।
0 comments: