নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের ইতিহাসে প্রথম নির্বাচিত নারী চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না নবনির্বাচিত সদস্যদের নিয়ে পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৬জানুয়ারি) চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলমের উপস্থিতিতে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে জাফর আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও নগর যুবলীগ নেতা পূর্ব বড়ভেওলার কৃতী সন্তান শহীদ মো. নাছির উদ্দিন নোবেলের সহধর্মীনি। নোবেল গত ২০২১সালের ১৭আগস্ট নিজ এলাকায় সন্ত্রাসীদের গুলীতে নির্মমভাবে নিহত হন।
0 comments: