নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চকরিয়ার হাফেজ হেলাল উদ্দিন। তিনি বরইতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড ডেইঙ্গাকাটা গ্রামের বাসিন্দা।
কক্সবাজারস্থ নিজ কর্মস্থলে যাওয়ার পথে সোমবার (২৪জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রামুর তেচ্ছিরপুল এলাকায় যাত্রীবাহি একটি চেয়ারকোচের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে আজ সকাল ১১টায় নিজ গ্রামে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে হাফেজ হেলাল উদ্দিনের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে পারিবারিক সূত্র।
অন্যদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সালেকুজ্জামান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
0 comments: