নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া ক্বিরাত সংস্থার আয়োজনে আগামী ২৮ডিসেম্বর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২১। এতে বিশ্বের নন্দিত ক্বারীগণ যাদুমাখা সুললিত কন্ঠে ও মোহনীয় আহ্বানে কুরআনের সুর ছড়াবেন।
এনিয়ে শনিবার (১১ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের চকরিয়া সোসাইটি জামে মসজিদ মিলনায়তনে (৩য় তলা) প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক সংগঠনের আহ্বায়ক আবদুস শাকুরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সদস্য ক্বারী হাফেজ মাওলানা মোহাম্মদ এহছানুল হক।
সভায় শুভেচ্ছা বক্তব্য রেখে মত প্রকাশ করেন উপদেষ্টা নাছির উদ্দিন, মাস্টার ফজলুল কাদের, এইচ.এম এহসানুল হক, ক্বারী এহছানুল হক, হাফেজ শাহাদাত, মুসা বিপ্লব, হেলাল উদ্দিন প্রমুখ।
এসময় সদস্য এইচ.এম রুহুল কাদের, মাহমুদুল হাসান আনাস, মোঃ ইব্রাহিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৮ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সফল এবং সার্থক করে তুলতে উপস্থিত চকরিয়া ক্বিরাত সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্যগণ ঐক্যমত পোষণ করেন।
0 comments: