চকরিয়া প্রতিনিধি :
নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে চকরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবারের স্লোগান ছিল- “গতি সীমা মেনে চলি,সড়ক দূর্ঘটনা রোধ করি”।
শুক্রবার (২২অক্টোবর) নিসচা চকরিয়া উপজেলার শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ ও সাংগঠনিক সম্পাদক মো. ফারুক রানার সঞ্চালনায় কর্মসূচির শুরুতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে নিসচা চকরিয়ার উপদেষ্টা চকরিয়া থানার নবাগত ওসি ওসমান গণির পক্ষে থানার এস.আই সরওয়ার জাহান মেহেদী, এ.এস.আই আমির হোসেন, নিসচা প্রচার সম্পাদক হামিদ খান, মো. ইশপাতসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: