বার্তা পরিবেশক :
আমার বাংলাদেশ যুব পার্টি কক্সবাজার জেলা শাখার সংগঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর রোববার সন্ধায় কক্সবাজার শহরের এক অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও জেলা যুগ্ম সদস্য সচিব যুবনেতা সারওয়ার সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জননেতা জাহাংগীর কাশেম। তিনি বলেন, যুবরাই গড়বে নতুন বাংলাদেশ। আর সে প্রস্তুতি গ্রহণের জন্য এবি যুব পার্টির নেতা-কর্মীদের তিনি আহবান জানান।
সভায় প্রধান বক্তা ছিলেন এবি যুব পার্টির প্রধান সমন্বয়ক ও দলের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব এ.বি.এম খালিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি কক্সবাজার জেলা শাখার আহবায়ক এড. এনামুল হক সিকদার ও জেলা সদস্য সচিব এড. গোলাম ফারুক খান কায়সার।
যুবনেতা মিনার হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের উখিয়া উপজেলা সদস্য সচিব জাহেদুল করিম, টেকনাফ উপজেলা সমন্বয়ক এড. আবু মূসা, জেলা কমিটির সদস্য মু: নাছির উদ্দিন, এবি যুব পার্টির শহর সমন্বয়ক আছিফ উদ্দিন, মোশারফ হোসেন, সদর উপজেলা সমন্বয়ক নুরুল হক, মোহাম্মদ শারেক, আবছার উদ্দিন, ইদগাঁও উপজেলা সমন্বয়ক নুরুন্নবী, মোহাম্মদ ওসমান প্রমুখ।
0 comments: