নিজস্ব প্রতিবেদক :
বৈশ্বিক মহামারীতে স্থগিত হয়ে যাওয়া নির্বাচন আগামী ২০সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তাই এটিকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণার তোড়জোড়। অনেকে বেছে নিয়েছেন গরীবের হজ্বের দিন শুক্রবারটিকে।
চকরিয়া পৌরসভার বর্তমান মেয়র আলমগীর চৌধুরীও শুভ লক্ষণের এ দিনটিকে পেছনে রাখেননি। নেন গুরুত্ব সহকারে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী হিসেবে মেয়র আলমগীর চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
গ্রামীণ ব্যাংক সেন্টারস্থ উপজেলা আওয়ামী লীগের পুরাতন কার্যালয় সংলগ্ন এ নির্বাচনী কার্যালয়টি করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র আলমগীর চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম।
এসময় আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 comments: