পেকুয়ার লোকালয়ে বিশালাকৃতির অজগর

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজারের পেকুয়ায় আহারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে বিশালাকৃতির অজগর সাপ। শনিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব পাহাড়িয়াখালী এলাকায় এর দেখা মেলে। দশ ফুট লম্বা এ অজগর সাপটি জালে আটকা পড়ে।

সূত্রে প্রকাশ, শনিবার সকালে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব পাহাড়িয়াখালী গ্রামে মাস্টার জিয়াবুল করিমের বাড়ির উঠানে পরিত্যক্ত একটি জালে অজগর সাপটি আটকা পড়ে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে যায় পুরো পরিবার । পরে স্থানীয়দের সহযোগিতায় বনকর্মীদের খবর দিলে তারা অজগর সাপটি উদ্ধার করে নিয়ে যায়। 

উপকূলীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জুয়েল চৌধুরী জানান, অজগরটি খাদ্যের জন্য লোকালয়ে এসেছিল। স্থানীয়দের মাধ্যমে একটি অজগর সাপ জালে আটকা পড়েছে এমন খবর পেয়ে এটিকে বনবিভাগের লোকজন নিয়ে উদ্ধার করেছি। 

অজগর সাপটি ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক অথবা চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে  হস্তান্তর করা হবে বলে তিনি জানান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: