নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মহেশখালীর হোয়ানকের বাসিন্দা ইসলামী ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হকের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০আগস্ট) সকাল ১১টায় হোয়ানক পানিরছড়া নিজগ্রামের স্থানীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু শামা।
জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক চকরিয়া শাখার ব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন, মাওলানা আবু শামা ও মরহুমের ছোটভাই মো. বদরুদ্দোজা।
এসময় চাকুরী জীবনের অসংখ্য সহকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
জানাযা শেষে স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হকের মৃতদেহ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯আগস্ট) বিকালে দিবসের অফিস সময় শেষ করে বাড়ি ফেরার পথে শাহারবিল ইউনিয়ন পরিষদের সামনে কার্ভাড ভ্যানের ধাক্কায় ইসলামী ব্যাংক আরডিএস শাখার কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনাস্থলে নিহত হন। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের আবুল হাসেমের ছেলে। এসময় সাথে থাকা অপর আরোহী সহকর্মী সালাহউদ্দিন গুরুতর আহত হন।
নিহত মোজাম্মেল হক সংসার জীবনে ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। মৃত্যুকালে স্ত্রী, পিতা-মাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
0 comments: