নিজস্ব প্রতিবেদক :
জাতীয় মুফাসসির পরিষদ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি উখিয়ার রাজাপালং এমদাদুল উলুম ফাযিল মাদরাসার সিনিয়র শিক্ষক সর্বজন শ্রদ্বেয় বরেণ্য আলেমদ্বীন ক্বারী মাওলানা কামাল আহমদ (৬৫) ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি বার্ধক্য জনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। মাওলানার শারীরিক অবস্থার অবনতি হলে ককসবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে প্রকাশ, উখিয়া উপজেলা ইমাম সমিতির সভাপতি ও উখিয়া কেন্দ্রীয় মসজিদের সাবেক খতীব বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কামাল আহমদের নামাযে জানাযা আজ শুক্রবার আসরের নামাযের পর উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে জাতীয় মুফাসসির পরিষদ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা কামাল আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাম করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা আমিরুল ইসলাম বেলালী। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। শোক বিবৃতিতে মহান আল্লাহর দরবারে মরহুম মাওলানার জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
0 comments: