নিজস্ব প্রতিবেদক :
বিশ্বের প্রসিদ্ধ প্রাচীণতম বিশ্ববিদ্যালয় মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন তরুণ শিল্পী আনোয়ার হোসাইন আজাদ। তিনি পর্যটন রাজধানী কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের কৃতী সন্তান।
শিল্পী আনোয়ার হোসাইন দেশ সেরা দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম কৃতীত্বের সাথে সম্পন্ন করেন।
শিশুকাল থেকে ইসলামী তথা সুস্থ সাংস্কৃতিক অঙ্গণে বেশ সাড়া জাগিয়েছেন শিল্পী আনোয়ার হোসাইন। দেশের বিভিন্ন সভা, সেমিনার ও মাহফিলে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করে সুনামের সাথে শ্রোতা ও দর্শকের হৃদয়ে স্থান করে নেন তিনি। তাছাড়া বিভিন্ন টিভি চ্যানেলের আয়োজনে মাহে রমযানসহ গুরুত্বপূর্ণ দিবস কেন্দ্রিক বিভিন্ন ইসলামিক প্রোগ্রামেও গান করেন এ কৃতি শিল্পী।
0 comments: