নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়া মিরপুরে ভাঙ্গা বটতলার মাঠ থেকে ফাতেমা খাতুন (১৫) নামের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাইফুল ইসলামের মেয়ে। বুধবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উম্মে ফাতেমা মিরপুর পৌরসভার ওয়াবদা পাড়া এলাকার খন্দকার সাইফুল ইসলামের মেয়ে। সে মিরপুর বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
ফাতেমার বাবা খন্দকার সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১ টার সময় ভাত খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় ফাতেমা। রাত ২টার দিকে তার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে খোঁজাখুঁজি করা হয়। না পেয়ে বুধবার (১৪ জুলাই) সকালে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিকেলে পাশের একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মিরপুর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন আসার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
0 comments: