চকরিয়া-পেকুয়ার ২৫টি ইউনিয়ন ও পৌরসভা সম্পূর্ণ পানির নীচে তলিয়ে গেছে। প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ও ভারি বর্ষনের পানি গভীর রাত থেকে হঠাৎ করে বেড়ে যাওয়ায় মানুষের দুর্ভোগের শেষ নেই। ইতোমধ্যে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্র এবং মহাসড়কে অবস্থান নিয়েছে। সরকারি কোনো উল্লেখযোগ্য সাহায্য সহযোগিতা নেই বললেই চলে। বিত্তবান বা বিত্তহীন সব মানুষের নিজস্ব রান্নার উপায় পানিতে তলিয়ে গেছে। এই পরিস্থিতিতে ইউনিয়ন ভিত্তিক অপ্রতুল চাল বরাদ্দ দেয়া হলেও তা দুর্গত মানুষের জন্য কার্যকর কোনো সহযোগিতা নয়। বিক্ষিপ্তভাবে কেউ কেউ কোনো কোনো জায়গায় রান্না করা খাবার সরবরাহ করছেন। সরকারি ব্যবস্হাপনায় প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ভিত্তিক রান্না করা খাবার ও শুকনো খাবার সরবরাহ করার জন্য আমি সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে যার যার অবস্থান থেকে সমাজের বিত্তবানদেরকে অসহায় পানিবন্দি মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
ইতি-
আলহাজ্ব আরিফুর রহমান চৌধুরী মানিক
চেয়ারম্যান
চকরিয়া-পেকুয়া উন্নয়ন ফোরাম।
0 comments: