স্টাফ রিপোর্টার :
চকরিয়া বদরখালীর বাসিন্দা কক্সবাজার শহরের সর্বজন পরিচিত ব্যবসায়ী বহুতল ভবনের বিলকিস মার্কেটের মালিক বিশিষ্ট শিল্পপতি সালেহ আহমদ সিকদারের নামাযে জানাযা হাজারো জনতার অংশগ্রহণে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১জুলাই) সকাল ১০টায় বিশাল নামাযে জানাযা মরহুমের নিজগ্রাম বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। মরহুমের বড়ছেলে হুসাইন মুহাম্মদ কাইফু জানান, নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বিশিষ্ট শিল্পপতি সালেহ আহমদ সিকদারের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তা সালেহ আহমদ সিকদার বুধবার (৩০ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ সিকদার চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড মাতারবাড়িপাড়ার বাসিন্দা বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক সম্পাদক মরহুম হাজ্বী ছদর আহমদ সিকদারের জ্যেষ্ঠ ছেলে।
0 comments: