স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হয়েছেন পর্যটন রাজধানী কক্সবাজারের মেয়ে নাজমা বিনতে আমিন।
তিনি কক্সবাজার পৌরসভার ৩নম্বর ওয়ার্ড আট মহল্লা সমাজ কমিটির সদস্য এবং উপদেষ্টা শহরের এন্ডারসন রোড নিবাসী অধ্যক্ষ মোহাম্মদ আমিন ও রাহেলা আমিনের জ্যৈষ্ঠকন্যা।
ইউএনও নাজমা বিনতে আমিন এরআগে বান্দরবান সদরের সহকারী কমিশনার (ভূমি) এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের এল.এ.ও হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
কক্সবাজার সদর থেকে তিনিই প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার। নাজমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ডক্টর আমির হোসাইনের সহধর্মিণী।
0 comments: