স্পোর্টস রিপোর্টার :
কাতার থেকে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের প্রীতি ম্যাচ খেলা শেষে দেশে ফিরে নিজ এলাকা চকরিয়ায় এসে পৌঁছালে তারকা ফুটবলার ইব্রাহিম-জিকুদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার (১৯জুন) বিকালে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফের সদস্য, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)’র সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। তিনি এলাকাবাসী ও ক্রীড়ানুরাগি ব্যক্তিবর্গদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছায় তাদের বরণ করেন।
বাংলাদেশ জাতীয় ফুটবলদলের ফুটবলার মো. ইব্রাহিম ও গোলকিপার আনিসুর রহমান জিকু দু’জনই চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কৃতী সন্তান।
0 comments: