স্টাফ রিপোর্টার :
আহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টিতে জমে থাকা বসতভিটার প্রবাহমান পানি চলাচলকে কেন্দ্র করে জাফর আলমের পরিবারের সাথে পাশ্ববর্তী মোহাম্মদ হোছেনের ছেলে বশির আহমদ প্রায়সময় কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ঘরে পুরুষ শূণ্যতার সুযোগ নিয়ে জাফর আলমের স্ত্রী জুবাইদা বেগমের সাথে ফের অশালীন গালিগালাজসহ কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তার ওপর হামলে পড়ে বশির আহমদসহ আরো কয়েকজন। তাদের এলোপাতাড়ি মারধরে মাথায়সহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন জুবাইদা বেগম। খবর পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি আহতবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে বুধবার (৩০জুন) বিকালে আইনী সহায়তা চেয়ে বশির আহমদসহ দুইজনকে বিবাদী দেখিয়ে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন আহতের পরিবারের।
এব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মুহাম্মদ জুবায়ের বলেন, এ ধরনের অভিযোগ এখনও হাতে পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 comments: