স্টাফ রিপোর্টার :
চকরিয়ার তরুণ শিল্প উদ্যোক্তা মো. আবদুল গফুর মানিক আইনের শিক্ষার্থীদের সংগঠন ‘ল’ এসোসিয়েশন অফ বাংলাদেশ (ল্যাব) চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (১৭জুন) সংগঠনটির আহবায়ক মো. শরিফুল হক তুমুল ও যুগ্ম আহবায়ক মো. আশরাফুল হক নিলয়ের যৌথ স্বাক্ষরে ৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়। এতে আবদুল গফুর মানিক যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হন।
তিনি চকরিয়া সিটি হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, চকরিয়া চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান, পপুলার ডায়াগনষ্টিক এন্ড ডক্টর চেম্বারের পরিচালক এবং নিজ পরিচালনায় নিউ হক স্কয়ার কমিউনিটি সেন্টারের স্বত্ত্বাধিকারীসহ বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করে যাচ্ছেন। তাছাড়া অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার প্রেসিডেন্ট হিসেবেও নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।
এদিকে চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করায় আবদুল গফুর মানিক সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
0 comments: