মুজিববর্ষের ঘরের চাবি পেয়েছেন ভূমি ও গৃহহীন চকরিয়ার ৩শ’ পরিবার

শাহরিয়ার মাহমুদ রিয়াদ (চকরিয়া টাইমস) : 

মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহহীন চকরিয়ার ৩শ’ পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘরের চাবিসহ প্রয়োজনীয় কাগজপত্র। রোববার (২০জুন) চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে বর্ণাঢ্য এ অনুষ্ঠান সম্পন্ন হয়। দুপুর বারোটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশজুড়ে সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠানে চকরিয়া উপজেলা প্রশাসনও অংশগ্রহণ করে। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে চকরিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।  

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও চকরিয়া থানার ওসি শাকের মুহাম্মদ জুবায়ের। 


 এসময় চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকসুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, শাহারিবল ইউপি চেয়ারম্যান মহসনি বাবুল, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।    

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুবিজবর্ষের ঘর পেয়েছেন চকরিয়া উপজেলার ৩০০টি ভূমি ও গৃহহীন পরিবার। তাদের প্রত্যেকজনকে ঘরের প্রয়োজনীয় দলিল, নামজারী খতিয়ান ও বাড়ীর চাবি আনুষ্ঠানিক হস্তান্তরের মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়। 

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: