জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (১৩ মার্চ) কক্সবাজার শহরে স্থানীয় অভিজাত হোটেল ফ্রেশইন রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ইলির সঞ্চালনায় বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি দৈনিক সৈকত পত্রিকার সম্পাদক মো. মাহবুবর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদ, এনটিভি জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সিবিসি নিউজের বার্তা প্রধান শাহজাহান চৌধুরী শাহীন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি দেশ টিভির জেলা প্রতিনিধি মো. আব্দুর রহমান, বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, চ্যানেল আই স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশীদ, দৈনিক আপনকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম মাহমুদ, এসএ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমন ও উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম. ইকবাল বাহার চৌধুরী।

এসময় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি আয়াজ রবি, সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক আকাশ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদ, সহ-অর্থ সম্পাদক মাসুম, সহ-দপ্তর সম্পাদক লোকমান ইসলাম রানা, মহিলা সম্পাদিকা শাহনাজ বেগম, সমাজকল্যাণ সম্পাদক নাসিমা আক্তার, রহিমা বেগম, আরফাত সিকদার, প্রচার সম্পাদক মো. হোসেন সুমন, তথ্য প্রযু্ক্তি সম্পাদক জাফর আলম, সহ-তথ্য প্রযু্ক্তি সম্পাদক ইউছুফ আলী, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোছাইন, রামু উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কায়েদ আলম কায়সার, টেকনাফ কমিটির সহ-সভাপতি আজিজুল হক আজিজ, অর্থ সম্পাদক ফরহাদ, মহেশখালীর এস.এম করিম, আবু বক্কর সিদ্দিকী, উখিয়া উপজেলা কমিটির সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক মো. এম.এ আব্দু সাত্তার ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল মোহাম্মদ ইমরানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিতক ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য, গুরুত্ব ও সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে আলোচনা করেন। পরে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

ইফতার মাহফিল শেষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, জাতীয় অর্থনীতি পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মো. ওসমান গণি ইলিসহ বেশ’কজন সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড উত্তর জোন জামায়াতের ইফতার মাহফিল

চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড উত্তর জোন জামায়াতের ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:


চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ইমারত শাখার উদ্যোগে উত্তর জোনের ব্যবস্থাপনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় স্টেশনপাড়া জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা ছৈয়দ আলমের সভাপতিত্বে ও জামায়াত নেতা আরিফুল হুদা সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা মো. ফখরুল ইসলাম।

এসময় জামায়াত নেতা আমিরুল ইসলাম, মকসুদ আহমদসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

তাকওয়া অর্জনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে : পৌর আমীর আরিফুল কবির

তাকওয়া অর্জনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে : পৌর আমীর আরিফুল কবির

চকরিয়া টাইমস : 

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ইমারত শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় মিউনিসিপ্যাল স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) ওয়ার্ড জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুন্দর সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দখলবাজি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় জামায়াতে ইসলামী। এ সংগঠন প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সবধরনের মানুষের কাছে গ্রহণযোগ্য মানবতার সংগঠনে পরিণত হয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী সোনার মানুষগুলোই কেবল মানবতার কল্যাণ সাধন করতে পারে। 

তিনি তিনদশক রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে তাকওয়া অর্জনে নিজেদের জীবনকে এর আলোকে পরিচালনা করার আহবান জানান। 

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবুল বাশার। 

অনুষ্ঠিত বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন নূরী, বায়তুলমাল সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ রাসেল, বিশিষ্ট সমাজসেবক দুবাই প্রবাসী আলহাজ্ব মোজাম্মেল হক, চকরিয়া পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি আরিফুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা তায়েফুল ইসলাম শাওয়াল। 

এসময় সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, ছাত্রনেতা ইবরাহিম ছিদ্দিকী ফারুকসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।


চকরিয়া পৌরসভার মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া পৌরসভার মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সামাজিক সংগঠন মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে এলাকার সকল কবরবাসীর ইছালে সওয়াব এবং প্রবাসী ভাইদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল-২০২৫ শুক্রবার (১৪মার্চ) মাস্টারপাড়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের সভাপতি এম. তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান। 

এতে মাহে রমযানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা পেশ করেন চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা নূরী। 

বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. কুতুব উদ্দিন, বাঁশ সরবরাহ সমবায় সমিতির সভাপতি সেলিম উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগি মো. শওকত আলম ও মরহুম ইসহাক ফাউন্ডেশনের সভাপতি মো. জিয়াউল করিম। 

এসময় এলাকার মুরব্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্টজনসহ মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে কবরবাসী ও প্রবাসী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাস্টারপাড়া বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আজম জিহাদী।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চকরিয়া টাইমস: 

"চকরিয়ার মহিউদ্দিনকে মালয়েশিয়ায় অপহরণ করে মুক্তিপন দাবি করে মানবপ্রাচারকারী চক্রের মূল হোতা হামিদ" শিরোনামে বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে । সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করা হয়েছে । আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

প্রকৃত ঘটনা হচ্ছে , মহিউদ্দিন ও আমি মালয়েশিয়াতে একই কোম্পানিতে চাকরি করতাম, এবং তিনি ভিন্ন বাসায় থাকতেন। গত ১২ মার্চ কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় মালয়েশিয়ান পুলিশ (ভিসা ছাড়া) অবৈধভাবে বসবাস করার অপরাধে তাকে আটক করে। পরবর্তী আটকের ২-৩ ঘন্টার মধ্যে স্থানীয় প্রশাসনের কাছে জরিমানা দিয়ে মহিউদ্দিনকে মুক্ত করে আত্মীয়রা । পরবর্তী চাকরিরত কোম্পানিতে কাজ করতে গেলে পুলিশের অভিযোগের কারণে কোম্পানি আর চাকরিতে গ্রহণ করেনি । 

উক্ত চাকরিচ্যুতির ক্ষোভ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করা হয়েযছে। মহিউদ্দিন ও তার পরিবারের পক্ষ থেকে প্রতিনিয়ত নানাধরণের হুমকি দিয়ে আসছে। 

আমার পরিবার মহিউদ্দিনের পিতার সাথে যোগাযোগ করা হলে; তিনি পুলিশের কাছে জরিমানা দিয়ে মুক্ত হয়েছে বলে মুঠোফোনে শিকার করেন। যাহা আমাদের কাছে রেকর্ড সংরক্ষণ আছে । অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো। কুচক্রী মহলের ইন্ধনে আমি ও আমার পরিবারের বিরুদ্ধে সামাজিকভাবে মানক্ষুন্ন করতে জাতির বিবেক সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট সংবাদ পরিবেশন করিয়েছে। তাই মিথ্যা ও বানোয়াট সংবাদে আমার পরিবার ও এলাকার সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।


প্রতিবাদকারী:

আব্দুল হামিদ, (মালয়েশিয়া প্রবাসী)

ছাইরাখালী,৯নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী, চকরিয়া।

আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে : মুহাম্মদ শাহজাহান

আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে : মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন, মাহে রামাদান মহান আল্লাহ তা'আলার শ্রেষ্ঠ উপহার। রমাদানে মহান আল্লাহ কুরআন নাজিল করেছেন আবার বিজয় ও দিয়েছিলেন। দুনিয়ার জীবনে কোন না কোন ক্ষেত্রে কুরআন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত না করলে পরকালে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তাই কুরআন পড়ে-বুঝে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসা সকলের দায়িত্ব।

তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশ এক ক্রান্তিকাল পার করছে। আমাদের মধ্যে চিন্তার ঐক্য নেই। কেউ বলছি ক্ষমতা আগে। আর কেউ সংস্কার আগে। আমাদের মধ্যে দেশ নিয়ে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান প্রয়োজন। তিনি বলেন, আগ্নেয়গিরির মতো জেগে ওঠা নতুন প্রজন্মের ঐতিহাসিক ভূমিকাকে স্মরণে রাখতে হবে। দেশ ও জাতির স্বার্থকে সকল কিছুর উর্ধ্বে রেখে নতুন প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) শহরের একটি তারকামানের রেস্টুরেন্টে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, নেজাম ইসলাম পার্টি জেলা সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী। 

প্রধান অতিথি মুহাম্মদ শাহজাহান আরো বলেছেন, নির্বাচনের পরে সংস্কার চিন্তা করলে নতুন প্রজন্ম যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ গড়েছিল সে স্বপ্ন বাস্তবায়ন নাও হতে পারে। শাসন কাঠামোতে মৌলিক কিছু পরিবর্তন অপরিহার্য। 

মানুষের চাহিদা মতো নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তাহলে ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব।

দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। 

আগামী নির্বাচনে শতভাগ গণতন্ত্র নিশ্চিত করতে বড় দলকে বড় ভূমিকা পালন করতে হবে।  

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, ফেসবুকে যৎ সামান্য কাদা ছোড়াছড়ি; লেখালেখি হচ্ছে, সেটা সমাধানযোগ্য। মৌলিক বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। স্বৈরাচারকে কোনভাবে সুযোগ দেওয়া যাবে না। 

জামায়াতের প্রশংসা করে তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতে আমাদের সঙ্গে সুন্দর রাজনীতি করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি। 


বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি'র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেন, আমাদের জাতীয় ঐক্য দরকার। আগামী অন্তত তিনটি টার্ম একসঙ্গে রাজনীতি না করলে ফ্যাসিবাদ আবার চলে আসতে পারে। অন্ধকারে পড়তে পারে দেশ। এখনো সময় আছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে। 

জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসিন হাবিব, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জেএইচএম ইউনুছ।

জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য  এডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, সাবেক ককসু ভিপি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর।

পবিত্র কুরআনের দারস পেশ করেন মাওলানা শফিউল হক জিহাদী। 

উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ মুছা, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জিএএম আশিক উল্লাহ, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামাল, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক ফরিদুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। 

দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হক।

দেড়শ পরিবারের মাঝে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের রমাদান ফুড প্যাক বিতরণ

দেড়শ পরিবারের মাঝে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের রমাদান ফুড প্যাক বিতরণ

চকরিয়া টাইমস :

চকরিয়ার ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ডুলাহাজারা ইউনিয়নের হতদরিদ্র দেড় শতাধিক পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে মানবিক সহায়তা “রমাদান ফুড প্যাক” বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান।

এতে বিশেষ অতিথি ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, উপদেষ্টা কামাল উদ্দিন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুল ইসলাম খোকা, সাবেক চেয়ারম্যান আবু হানিফ মোহাম্মদ নোমান (আপেল), সাঈদ হোসেন প্রমুখ। এসময় দেশ অবস্থানরত ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে হতদরিদ্র অসহায় দেশড় পরিবারের মাঝে মানবিক সহায়তা “রমাদান ফুড প্যাক” তুলে দেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান মিরাজ।

ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য পরিবার ও সমাজ ব্যবস্থা দায়ী : মামুন মাহফুজ

ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য পরিবার ও সমাজ ব্যবস্থা দায়ী : মামুন মাহফুজ

অনলাইন ডেস্ক : 

আছিয়াকে নিয়ে কোন কথা লিখিনি বলিনি।

কেন সে কারণটা বলতেও আমার বুক কাঁপে।
এটা একটা ডোমেস্টিক ভায়োলেন্স। এর জন্য সরকার নয় পরিবার দায়ী। তবে সবচেয়ে বেশি দায়ী সমাজ ব্যবস্থা।
এই সমাজ ব্যবস্থা কাউকে ধনী বানিয়েছে কাউকে দরিদ্র বানিয়েছে কাউকে ক্ষমতাবান বানিয়েছে আর কাউকে অসহায় বানিয়েছে।
ধর্ষণের প্রধান কারণ এই বৈষম্য। যার শক্তি আছে সে তার চেয়ে কম শক্তিশালী বা দুর্বলের ওপর যেকোনো ধরনের উপায়ে নিপীড়ন করে।
ধর্ষণ যেকোনো পুরুষ করতে পারে। ধর্ষণ করার ক্ষেত্রে একটা পুরুষ চিন্তা করে না যাকে ধর্ষণ করবে সে শিশু নাকি যুবতী নারী! বরং সে চিন্তা করে এর সঙ্গে কিছু করলে আমার কিছু হবে কিনা যখন সে বুঝতে পারে যে এর সঙ্গে খারাপ কিছু করলেও আমার কিছু হবে না তখনই সে খারাপ কিছু করে।
কখন ধর্ষক এটা ভাবে?
যখন প্রতিপক্ষ দুর্বল হয় বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর উপর মানুষ অত্যাচার নিপীড়ন ধর্ষণ ইত্যাদি বেশি চালায়।
এসব তাত্ত্বিক কথা বলে আর লাভ নেই, মানুষ কোন সমস্যার মূল উপড়ে ফেলতে রাজি নয়, তাৎক্ষণিক সমাধান চায়।
আছিয়ার উপর এমন নিষ্ঠুর ঘটনা যে ঘটতে পারে এমন আশঙ্কা ওই পশুটার কাছ থেকে আগেই পাওয়া গিয়েছিল। কিন্তু আছিয়ার বোন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে পারেনি তার দারিদ্র্যের কারণে। সামাজিক কারণে। আছিয়ার বাবা মার কারণে।
আছিয়ার বোন যখন তার শশুরের কাছ থেকে কুদৃষ্টির আভাস পেলেন তখনই তার এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু তা নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না কারণ আছিয়া সম্পূর্ণ স্বামী নির্ভর এবং তার বাবা মা অত্যন্ত দরিদ্র। এইচ অসহায়ত্ব এরকম অসহায়ত্ব নারীদেরকে ধর্ষিত হতে বাধ্য করে নিপীড়িত হতে বাধ্য করে আত্মহত্যা করতে বাধ্য করে।
শশুরের কু মতলব টের পেয়ে আছিয়া স্বামী-সংসার ছেড়ে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। কিন্তু সেটা আছিয়ার বাবা-মায়ের জন্য অভিশাপ আর সমাজের জন্য কলঙ্ক। কোন মেয়ে বাপের বাড়ি ফিরে গেলে সেইটা মানুষের কাছে সবচেয়ে বড় অপরাধ বড় লজ্জার। কার কতটুকু দোষ তার বিচার ছাড়াই মানুষ রায় দিয়ে দেয়।
ঘটনার দিন আসিয়া ও তার স্বামী কোথায় ঘুমিয়ে ছিল আর তার ছোট বোনটি কোথায় ঘুমিয়ে ছিল সেটি আমি আজ পর্যন্ত পরিষ্কার হতে পারিনি।
নিঃসন্দেহে বোন তাদের স্বামী স্ত্রীর মাঝখানে আছিয়াকে জায়গা দেননি। এমনকি আছিয়া কে আলাদা থাকতে দিলেও সেখানে তার নিরাপত্তার ব্যবস্থা করা কিংবা চিন্তা করা বোনের পক্ষে সম্ভব হয়নি।
আছিয়ার বোন আছিয়ার সর্বনাশ ঠেকাতে পারেনি। কিন্তু শ্বশুরের মতলব থেকে কুদৃষ্টি থেকে সে নিজেকে রক্ষা করেছে। সেজন্য আছি আর বোনকে স্যালুট অন্তত একজন নারী নিজেকে হেফাজত করতে পেরেছে।
কিন্তু একই স্থানে যদি আছিয়ার বোন না হয়ে আছিয়ার ভাই হত দৃশ্যপট টা কী হতো?
ভাই তার নিজের জীবন বিপন্ন করে হলেও বোনকে রক্ষা করত বোনের গায়ে একটা আঁচর লাগতে দিত না। একটা মেয়ে তার স্বামী তার বাবার চেয়েও তার ভাইকে বেশি ভালোবাসে ঠিক এই কারণে। একটা মেয়ে তার স্বামীর কাছে তার বাবার কাছেও যতটা নিরাপদ নয় তার চেয়েও বেশি নিরাপদ বোধ করে তার ভাইয়ের কাছে।
আজ থেকে কান খুলে শুনে রাখেন বোনকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় আরেকটা বোনকে দিয়ে পাঠাবেন না, ভাইকে পাঠাবেন। ভাই যদি ছোট হয় সে তার বোনকে আগলে রাখার সমস্ত চেষ্টা করে এবং সেই ক্যাপাসিটি আল্লাহ তাকে দিয়ে দেন।
আর এ কারণেই পবিত্র কোরআনে বলা হয়েছে পুরুষ হচ্ছে নারীর দায়িত্বশীল, রক্ষা কর্তা, অভিভাবক। আর এ কারণেই নারীদের দূরযাত্রায় হজ যাত্রায় একজন পুরুষ মাহরেম লাগে।
আমি আমার মেয়েকে স্কুলে পাঠাবার সময় কিংবা বাসায় একলা কখনো রেখে যাওয়ার ক্ষেত্রে সব সময় তার সাথে তার ছোট ভাইকে রাখি। সে যদিও ছোট কিন্তু আমরা তার দায়িত্বশীলতা এই ছোটবেলাতেও যতটুকু দেখেছি তা সত্যি মুগ্ধ করার মত। আলহামদুলিল্লাহ। ভাই তার বোনের সঙ্গে এটা নিয়ে ওটা নিয়ে ২৪ ঘন্টা লড়াই করে কিন্তু বোনের হেফাজতের ক্ষেত্রে সে এক বিন্দু অবহেলা করে না, ছাড় দেয় না।
আমি নিশ্চিত আছিয়ার ক্ষেত্রে সেখানে যদি আছিয়ার বোন না হয়ে ভাই হত ঘটনা ঘটতো পুরোটাই উল্টো।

লেখক:
মামুন মাহফুজ
সাংবাদিক
দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের কুতুবদিয়া শিবিরের সংবর্ধনা

দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের কুতুবদিয়া শিবিরের সংবর্ধনা

চকরিয়া টাইমস : 

কুতুবদিয়ায় দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বুধবার (১২ মার্চ) কুতুবদিয়া হাইস্কুল মাঠে উপজেলা ছাত্রশিবিরের জমকালো আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

ছাত্রশিবিরের কুতুবদিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিমের সভাপতিত্বে ও সেক্রেটরি মো. তানভীরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মো. আবু তালহা, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রশিবিরের সভাপতি আয়ুব আনসারী, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ আবু মুছা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহিম নূরী বলেন, দেশ এখনও দুর্নীতিগ্রস্ত, অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ নানান রাষ্ট্রীয় অসুখের করাল গ্রাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দেশের এমন অবস্থা হতে মুক্তির জন্য বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নীতিবান আদর্শ মানুষ তৈরির জন্যে দেশের ছাত্রসমাজের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে মীর মো. আবু তালহা বলেন, দেশের মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বয়সে ছোট ফুটবল খেলোয়াড়েরা পারফরম্যান্স দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব অর্জন করেছে; তাদেরকে ছাত্রশিবির সংবর্ধনা দিতে পেরে ধন্য মনে করছে। 

সংবর্ধনা অনুষ্ঠানে ১৭জন ক্ষুদে ফুটবলার এবং কোচের হাতে ক্রেস্ট ও ঈদের পানজাবি উপহার তুলে দেন অতিথিবৃন্দ।


চকরিয়া থানার নতুন ওসি শফিকুল ইসলাম

চকরিয়া থানার নতুন ওসি শফিকুল ইসলাম

চকরিয়া টাইমস:

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। বুধবার (১১মার্চ) রাত ১১টার দিকে চকরিয়া থানার দায়িত্বভার গ্রহণ করেন।

পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম এরআগে ব্রাহ্মণবাড়িয়া ১নং ওয়ার্ড পুলিশ ফাঁড়িতে ওসি ইমিগ্রেশন হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে গত ৫ নভেম্বর-২৪ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)‍‍ হিসেবে পদোন্নতি হয়।

তিনি দেশ মাতৃকার টানে ১৯৯২সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এ.এস.আই পদে আত্মনিয়োগ করেন। ওসি শফিকুল ইসলাম টাঙ্গাইল জেলা সদরের বাসিন্দা বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।