ইসলামনগর মামুনুর রশিদ প্রদত্ত ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ইসলামনগর মামুনুর রশিদ প্রদত্ত ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চকরিয়া টাইমস : 

চকরিয়ার ইসলামনগরের তরুণ সমাজসেবক মামুনুর রশিদ মামুন প্রদত্ত ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ স্থানীয় শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল পাঁচটায় উদ্বোধনী খেলায় বানিয়ারকুম ইয়ং স্টার ফুটবল ক্লাবের মুখোমুখি হয় ইসলামনগর ইয়ং ফাইটারস ফুটবল ক্লাব। এতে ইসলামনগর ইয়ং ফাইটারসকে ৩-১ গোলে হারিয়ে বানিয়ারকুম ইয়ং স্টার জয়লাভ করে। 

কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু নাঈমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ.এম ওমর আলী। 

প্রধান মেহমান ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জকরিয়া। উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম। 

এসময় স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার সার্বিক তত্ত্বাবধান করেন মোহাম্মদ আইয়ুব ও মোহাম্মদ তারেক।

ইসলামনগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ইসলামনগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

চকরিয়া টাইমস : 

চকরিয়ার ইসলামনগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। 

বুধবার (১৮ জুন) বিকাল চারটায় অনুষ্ঠিত খেলার নির্দিষ্ট সময় পেরিয়ে টাইব্রেকারে শ্রমিক কল্যাণ ফুটবল একাদশকে হারিয়ে সমাজকল্যাণ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। 

খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও সমাজের প্রচলিত অপরাধ থেকে মুক্ত রেখে সুস্থ সবল ও প্রাণবন্ত রাখার অন্যতম উপায় হচ্ছে ক্রীড়া। ফুটবল এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু এক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবের নতুন প্রজন্ম ক্রীড়া বিমুখ হচ্ছে। খেলার মাঠের সংকট সর্বত্র। ফুটবল ও ক্রিকেটের জন্য  প্রত্যেক ইউনিয়নে কয়েকটি করে খেলার মাঠ প্রয়োজন। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে তিনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবী জানান। 

কৈয়ারবিল ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি ক্রীড়াবিদ মোহাম্মদ ইলিয়াছ সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক, সংবর্ধিত অতিথি জাতীয় ফুটবলদলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ফুটবলার মোহাম্মদ ইবরাহিম, সুশান্ত ত্রিপুরা ও এফসি ক্লাবের ফুটবলার রিয়াজ উদ্দিন সাগর। 

এসময় ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মুহাম্মদ জুনাইদ, সেক্রেটারি মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক রিয়ানুল হক চৌধুরীসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরে অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

চকরিয়ায় প্রবাল শিল্পী গোষ্ঠীর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চকরিয়ায় প্রবাল শিল্পী গোষ্ঠীর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চকরিয়া টাইমস: 

“ঈদের আনন্দ হোক প্রীতি ফুটবলের রঙিন ছোঁয়ায়, চলো মেতে উঠি আনন্দ উৎসবে!” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ার জিদ্দাবাজারস্থ ফুটবল এ্যারিনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রবাল শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বৃহস্পতিবার (১২জুন) বর্তমান ও সাবেক সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

নান্দনিক পরিবেশে অনুষ্ঠিত খেলায় প্রবাল পরিচালক আবু হুরায়রা বিপ্লবের নেতৃত্বাধীন বর্তমান টিমকে ৭-৫ গোলে হারিয়ে জয়লাভ করে সাবেক থিয়েটার পরিচালক আবু তৈয়ব আজাদের নেতৃত্বাধীন সাবেক টিম। 

খেলা শেষে বিজয়ী ও বিজিতদলের মাঝে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর অর্থ ও ফাউন্ডেশন সম্পাদক মুছা ইবনে হোসাইন বিপ্লব ও সসাসের প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মিনার উদ্দিন। 

এছাড়া দেশের খ্যাতিমান গীতিকার ও সুরকার শিল্পী শোয়াইব বিন হাবিব, জুলাই বিপ্লবের অন্যতম মুখপাত্র সাখাওয়াত হোসেন শিপনসহ প্রবাল পরিবারের সাবেক এবং বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।


খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবক নিহত

খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবক নিহত

চকরিয়া টাইমস: 

কক্সবাজারের খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে জুলকার নয়ন (২০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক। 

সোমবার (১৬ জুন) সোয়া ছয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালীর মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবক চট্টগ্রাম জেলার বাঁশখালী শেখেরখিল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। 

পুলিশ জানায, জেলা-চট্টগ্রাম তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ইয়ামাহ্ ফেজার মোটরসাইকেল যোগে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়ক দিয়ে কক্সবাজার যাওয়ার পথে জুলকার নয়ন এ দুর্ঘটনার শিকার হন। মোটরসাইকেল চালক জুলকার নয়ন (২০) এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। 

এদিকে খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত জুলকার নয়নকে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জুলকার নয়নের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা  হচ্ছে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান।

কক্সবাজারে সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভা

কক্সবাজারে সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভা

চকরিয়া টাইমস :

কক্সবাজারে সংবাদপত্রের কালো দিবস-২০২৫ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে গতকাল সোমবার কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম জাফরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।

বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার এমআর খোকন, দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার বেদারুল আলম, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল।

এসময় দৈনিক বণিক বার্তা'র ছৈয়দ আলম, দৈনিক আজাদীর শাহেদ মিজান, দৈনিক সংবাদের জসিম উদ্দিন ছিদ্দিকী, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, আবদুল মতিন চৌধুরী, জিয়াউল করিম, স.ম ইকবাল বাহার চৌধুরী, বিজয় টিভির এম শাহ আলম, কালেরকন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আরোজ ফারুক, দৈনিক হিমছড়ি'র শহর প্রতিনিধি আমিনুল কবির, সাংবাদিক মোজাম্মেল হক, অন্তর দে বিশাল, ফয়সাল রিয়াদ, প্রবাল নিউজের আলম, দৈনিক নওরোজের কক্সবাজার প্রতিনিধি আব্দুল্লাহ খান, এবাদুল্লাহ, আরিফুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

চকরিয়া আবাসিক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

চকরিয়া আবাসিক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

চকরিয়া টাইমস: 

চকরিয়া আবাসিক মহিলা কলেজের ২০২৫সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬জুন) কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজীর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জুবাইদুল হক।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরোয়ার আলম। 

এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা চকরিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হাকিম দুলাল, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান মো. নুরুল আখের, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও কলেজের দাতা সদস্য মোহাম্মদ আরাফাত। 

এসময় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা এবং পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ২০২৫সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা ও সুস্বাস্থ্য এবং কলেজের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন কলেজের শিক্ষক মোহাম্মদ সায়েম মনির।  

চকরিয়ার পালাকাটা দাখিল মাদরাসার প্লাটিনাম জয়ন্তী উৎসব বাস্তবায়ন কমিটি গঠন

চকরিয়ার পালাকাটা দাখিল মাদরাসার প্লাটিনাম জয়ন্তী উৎসব বাস্তবায়ন কমিটি গঠন

চকরিয়া টাইমস :

চকরিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পালাকাটা দাখিল মাদরাসার ৭৫বছর পূর্তি উপলক্ষ্যে ১৯ সদস্য বিশিষ্ট প্লাটিনাম জয়ন্তী উৎসব বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা ফরিদুল আলমকে আহবায়ক ও মুহাম্মদ নুরুন্নবীকে সদস্য সচিব করা হয়।

শুক্রবার (১৩জুন) সন্ধ্যায় চকরিয়া শহরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী উৎসব বাস্তবায়ন কর্তৃপক্ষ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

কমিটির অন্যান্য পদের কর্মকর্তারা হলেন; যুগ্ম আহবায়ক যথাক্রমে- মাস্টার মুহাম্মদ নেজাম উদ্দিন, মাস্টার মুহাম্মদ মুজিবুল হক, মাস্টার শহিদুল ইসলাম, আলহাজ্ব আবদুল হাফেজ, মোহাম্মদ শহিদ উদ্দিন সোহেল, মাস্টার ফজলুল কাদের, মুহাম্মদ আবদুস শাকুর এবং সদস্য যথাক্রমে- জামাল উদ্দিন, রেজাউল করিম, কফিল উদ্দিন, মুছা ইবনে হোসাইন বিপ্লব, শোয়াইব বিন হাবিব, নুরুল আহসান রাসেল, আতিকুর রহমান, মিজবাহ উদ্দিন ছোটন, সাজ্জাদুল ইসলাম ও মুহাম্মদ ইমরান। এছাড়া কমিটিতে প্রতি ব্যাচ থেকে একজন করে সদস্য থাকবে।

মোহনা শিল্পী গোষ্ঠীর ফল উৎসব সম্পন্ন

মোহনা শিল্পী গোষ্ঠীর ফল উৎসব সম্পন্ন

চকরিয়া টাইমস : 
“দেশি ফলে বেশি স্বাদে, এসো মাতি ফল উৎসবে” এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের আলোচিত সাংস্কৃতিক সংগঠন মোহনা শিল্পীগোষ্ঠী উদ্যোগে ফল উৎসব-২০২৫ শুক্রবার (১৩ জুন) চকরিয়া সরকারি হাইস্কুল রোডস্থ কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

পরিচালক শিল্পী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহনা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল মজিদ।

এতে বিশেষ অতিথি ছিলেন দেশের প্রসিদ্ধ সুরকার ও গীতিকার শিল্পী শোয়াইব বিন হাবিব ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব।

এসময় মোহনার সমন্বয়ক শিল্পী দিদারুল ইসলাম ইমন, প্রবালের পরিচালক আবু হুরাইরাসহ দক্ষিণ চট্টগ্রামের বাছাইকৃত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি শিল্পীবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও মোহনার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিশু কিশোর শিল্পীরা উপস্থিত ছিলেন।
বিনামারা আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিনামারা আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

চকরিয়া টাইমস :

চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কর্তৃৃক আয়োজিত আধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি প্রদত্ত অলিম্পিক ফুটবল টুনামেন্ট সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিনামারা পুরাতন জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিনামারা টাইগার স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে জয়লাভ করেছে পশ্চিম বিনামারা ফুটবল একাডেমি।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি।

এসময় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদের সভাপতি মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হানুল হক রিপনের সঞ্চালনায় অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য শেষে খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

মাতামুহুরী ছাত্রশিবিরের বৃক্ষরোপন কর্মসূচি শুরু

মাতামুহুরী ছাত্রশিবিরের বৃক্ষরোপন কর্মসূচি শুরু

চকরিয়া টাইমস :

ইসলামী ছাত্রশিবির চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপি বৃক্ষরোপন অভিযান-২০২৫ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২জুন) ফলদ ও বনজ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ ও রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিসবাহুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস.এম ফরহাদ ও সাবেক ঢাবি সভাপতি দেলোয়ার হোসেন রিমন।

এসময় কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নূরী, সাবেক জেলা সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব, ছাত্রনেতা সাখাওয়াত হোসেন শিপন, নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনসহ থানা ও ইউনিয়ন ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন মাতামুহুরী ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদ।