খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবক নিহত

খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবক নিহত

চকরিয়া টাইমস: 

কক্সবাজারের খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে জুলকার নয়ন (২০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক। 

সোমবার (১৬ জুন) সোয়া ছয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালীর মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবক চট্টগ্রাম জেলার বাঁশখালী শেখেরখিল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। 

পুলিশ জানায, জেলা-চট্টগ্রাম তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ইয়ামাহ্ ফেজার মোটরসাইকেল যোগে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়ক দিয়ে কক্সবাজার যাওয়ার পথে জুলকার নয়ন এ দুর্ঘটনার শিকার হন। মোটরসাইকেল চালক জুলকার নয়ন (২০) এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। 

এদিকে খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত জুলকার নয়নকে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জুলকার নয়নের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা  হচ্ছে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান।

কক্সবাজারে সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভা

কক্সবাজারে সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভা

চকরিয়া টাইমস :

কক্সবাজারে সংবাদপত্রের কালো দিবস-২০২৫ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে গতকাল সোমবার কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম জাফরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।

বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার এমআর খোকন, দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার বেদারুল আলম, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল।

এসময় দৈনিক বণিক বার্তা'র ছৈয়দ আলম, দৈনিক আজাদীর শাহেদ মিজান, দৈনিক সংবাদের জসিম উদ্দিন ছিদ্দিকী, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, আবদুল মতিন চৌধুরী, জিয়াউল করিম, স.ম ইকবাল বাহার চৌধুরী, বিজয় টিভির এম শাহ আলম, কালেরকন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আরোজ ফারুক, দৈনিক হিমছড়ি'র শহর প্রতিনিধি আমিনুল কবির, সাংবাদিক মোজাম্মেল হক, অন্তর দে বিশাল, ফয়সাল রিয়াদ, প্রবাল নিউজের আলম, দৈনিক নওরোজের কক্সবাজার প্রতিনিধি আব্দুল্লাহ খান, এবাদুল্লাহ, আরিফুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

চকরিয়া আবাসিক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

চকরিয়া আবাসিক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

চকরিয়া টাইমস: 

চকরিয়া আবাসিক মহিলা কলেজের ২০২৫সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬জুন) কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজীর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জুবাইদুল হক।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরোয়ার আলম। 

এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা চকরিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হাকিম দুলাল, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান মো. নুরুল আখের, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও কলেজের দাতা সদস্য মোহাম্মদ আরাফাত। 

এসময় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা এবং পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ২০২৫সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা ও সুস্বাস্থ্য এবং কলেজের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন কলেজের শিক্ষক মোহাম্মদ সায়েম মনির।  

চকরিয়ার পালাকাটা দাখিল মাদরাসার প্লাটিনাম জয়ন্তী উৎসব বাস্তবায়ন কমিটি গঠন

চকরিয়ার পালাকাটা দাখিল মাদরাসার প্লাটিনাম জয়ন্তী উৎসব বাস্তবায়ন কমিটি গঠন

চকরিয়া টাইমস :

চকরিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পালাকাটা দাখিল মাদরাসার ৭৫বছর পূর্তি উপলক্ষ্যে ১৯ সদস্য বিশিষ্ট প্লাটিনাম জয়ন্তী উৎসব বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা ফরিদুল আলমকে আহবায়ক ও মুহাম্মদ নুরুন্নবীকে সদস্য সচিব করা হয়।

শুক্রবার (১৩জুন) সন্ধ্যায় চকরিয়া শহরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী উৎসব বাস্তবায়ন কর্তৃপক্ষ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

কমিটির অন্যান্য পদের কর্মকর্তারা হলেন; যুগ্ম আহবায়ক যথাক্রমে- মাস্টার মুহাম্মদ নেজাম উদ্দিন, মাস্টার মুহাম্মদ মুজিবুল হক, মাস্টার শহিদুল ইসলাম, আলহাজ্ব আবদুল হাফেজ, মোহাম্মদ শহিদ উদ্দিন সোহেল, মাস্টার ফজলুল কাদের, মুহাম্মদ আবদুস শাকুর এবং সদস্য যথাক্রমে- জামাল উদ্দিন, রেজাউল করিম, কফিল উদ্দিন, মুছা ইবনে হোসাইন বিপ্লব, শোয়াইব বিন হাবিব, নুরুল আহসান রাসেল, আতিকুর রহমান, মিজবাহ উদ্দিন ছোটন, সাজ্জাদুল ইসলাম ও মুহাম্মদ ইমরান। এছাড়া কমিটিতে প্রতি ব্যাচ থেকে একজন করে সদস্য থাকবে।

মোহনা শিল্পী গোষ্ঠীর ফল উৎসব সম্পন্ন

মোহনা শিল্পী গোষ্ঠীর ফল উৎসব সম্পন্ন

চকরিয়া টাইমস : 
“দেশি ফলে বেশি স্বাদে, এসো মাতি ফল উৎসবে” এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের আলোচিত সাংস্কৃতিক সংগঠন মোহনা শিল্পীগোষ্ঠী উদ্যোগে ফল উৎসব-২০২৫ শুক্রবার (১৩ জুন) চকরিয়া সরকারি হাইস্কুল রোডস্থ কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

পরিচালক শিল্পী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহনা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল মজিদ।

এতে বিশেষ অতিথি ছিলেন দেশের প্রসিদ্ধ সুরকার ও গীতিকার শিল্পী শোয়াইব বিন হাবিব ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব।

এসময় মোহনার সমন্বয়ক শিল্পী দিদারুল ইসলাম ইমন, প্রবালের পরিচালক আবু হুরাইরাসহ দক্ষিণ চট্টগ্রামের বাছাইকৃত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি শিল্পীবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও মোহনার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিশু কিশোর শিল্পীরা উপস্থিত ছিলেন।
বিনামারা আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিনামারা আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

চকরিয়া টাইমস :

চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কর্তৃৃক আয়োজিত আধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি প্রদত্ত অলিম্পিক ফুটবল টুনামেন্ট সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিনামারা পুরাতন জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিনামারা টাইগার স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে জয়লাভ করেছে পশ্চিম বিনামারা ফুটবল একাডেমি।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি।

এসময় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদের সভাপতি মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হানুল হক রিপনের সঞ্চালনায় অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য শেষে খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

মাতামুহুরী ছাত্রশিবিরের বৃক্ষরোপন কর্মসূচি শুরু

মাতামুহুরী ছাত্রশিবিরের বৃক্ষরোপন কর্মসূচি শুরু

চকরিয়া টাইমস :

ইসলামী ছাত্রশিবির চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপি বৃক্ষরোপন অভিযান-২০২৫ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২জুন) ফলদ ও বনজ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ ও রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিসবাহুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস.এম ফরহাদ ও সাবেক ঢাবি সভাপতি দেলোয়ার হোসেন রিমন।

এসময় কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নূরী, সাবেক জেলা সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব, ছাত্রনেতা সাখাওয়াত হোসেন শিপন, নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনসহ থানা ও ইউনিয়ন ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন মাতামুহুরী ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদ।

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

চকরিয়া টাইমস: 

চকরিয়ার ফাঁসিয়াখালী জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ জুন) দিগরপানখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আবদুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিকুর রহমানের সঞ্চালনায় শুরুতে দারসুল কুরআন পেশ করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফজল। অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। 

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মো. মিসবাহুল করিম, উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, উপজেলা জামায়াতের নায়েবে মাস্টার মুহাম্মদ মুসা ও চকরিয়া পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোছাইন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াত নেতা ফরিদুল আলম চৌধুরী, ছৈয়দ আহমদ, মাস্টার গোলাম নাজের, মাস্টার এনামুল হক, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। 

এসময় ইসলামী ছাত্রশিবিরের কর্মী শহীদ মহিউদ্দিন মাসুমের পিতা ফজলুল কাদের, জুলাই বিপ্লবে শহীদ  আহসান হাবিবের পিতা হেলাল উদ্দিন, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের ২নং ওয়ার্ড সভাপতি মাস্টার মুহাম্মদ শহিদুল্লাহ, ৪নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইবরাহিম, ৫নং ওয়ার্ড সভাপতি মো. একরাম হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রায়হান, ৮নং ওয়ার্ড সভাপতি নূরুল হোসাইন নূরী, ৯নং ওয়ার্ড সভাপতি রাহয়ান উদ্দিন, জামায়াত নেতা এ.এইচ.এম এরশাদ, রুহুল কাদের, কাইছার ছিদ্দিকী রুবেল, মোহাম্মদ ওবাইদুল্লাহসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল আলম কুতুবী।

পরে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে মিছিল ও মিছিল পরবর্তী দিরগরপানখালী স্টেশনে গণসংযোগ করা হয়। গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসয়ী-কর্মচারিসহ সর্বস্তরের মানুষের সাথে সালাম ও কুশলাদি বিনিময় করেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্যের নতুন বাংলাদেশ বিনির্মাণে সৎ লোকের নেতৃত্বের বিকল্প নেই। এ জন্য জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হয়ে পাড়া-মহল্লায় প্রতিটি ঘরে ঘরে কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সর্বস্তরের মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের মাঝে জামায়াতের ব্যাপারে গণজাগরণ সৃষ্টি করতে হবে। তাই জুলাই বিপ্লবের পূর্ণতা পেতে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। 

হারবাং হামেদিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নির্বাচন সম্পন্ন

হারবাং হামেদিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নির্বাচন সম্পন্ন

 চকরিয়া টাইমস: 

চকরিয়ার হারবাং হামেদিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্রদের সংগঠন “প্রাক্তন ছাত্র পরিষদ” এর দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার (৯ জুন) মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অধ্যাপক নিজাম উদ্দিন। প্রাক্তন ছাত্র শেফায়াত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা নুরুল আলম, মাদরাসার প্রাক্তন ছাত্র যথাক্রমে ফরিদুল আলম, হেলাল উদ্দিন, জহিরুল আলম, মাস্টার বেলাল আহমদ, মুজিবুল হক, রুহুল আমিন, রাফিউর রহমান আনাস, মোহাম্মদ ফাহিম ও জুবাইরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট রিদুওয়ানুল করিম ও সেলিম উদ্দিন। পরে নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে নিবন্ধিত সদস্যদের অংশগ্রহণে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে মো. মোরশেদুল আলম সভাপতি, মো. রেজাউল করিম সাধারণ সম্পাদক, নবী হোসাইন সাংগঠনিক সম্পাদক এবং আসলাম ইকবাল খান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

জাতির প্রত্যাশা পূরণে ছাত্রশিবিরকে দূরদর্শী ভূমিকা পালন করতে হবে : মিসবাহুল করিম

জাতির প্রত্যাশা পূরণে ছাত্রশিবিরকে দূরদর্শী ভূমিকা পালন করতে হবে : মিসবাহুল করিম

চকরিয়ায় ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান 

চকরিয়া টাইমস: চকরিয়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার (১১ জুন) চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মো. মিসবাহুল করিম। তিনি বলেন, জাতির প্রত্যাশা পূরণে মেধাবীদের ঠিকানা ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের দূরদর্শী ভূমিকা পালন করতে হবে। এ জন্য প্রয়োজন পড়ালেখার মাধ্যমে ভালো শিক্ষার্থী হওয়া। ইসলামী ছাত্রশিবিরই আজ সেই নৈতিকতা সম্পন্ন ভালো ছাত্র হওয়ার তাগিদ দিচ্ছে।  

অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, আজকের ছাত্র জনতাকে ভাবতে হবে; স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের রক্তে কেনা এই নতুন বাংলাদেশ নতুন মুক্ত স্বাধীন পরিবেশ আমরা কারো কাছে বিকিয়ে দিতে চাই না। এখন স্বাধীনতা রক্ষা করার আন্দোলন চলছে। তাই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আজকের ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। 

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম ও কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা। এছাড়া বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মো. গোলাম কবির, আবু নঈম আজাদ, চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. কফিল উদ্দিন, সাবেক ছাত্রনেতা এস.এম আলী জিন্নাহ প্রমুখ। 

এসময় সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. শওকত আলী, সাবেক ছাত্রনেতা তায়েফুল ইসলাম শাওয়ালসহ সংগঠনের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।