দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের কুতুবদিয়া শিবিরের সংবর্ধনা

দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের কুতুবদিয়া শিবিরের সংবর্ধনা

চকরিয়া টাইমস : 

কুতুবদিয়ায় দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বুধবার (১২ মার্চ) কুতুবদিয়া হাইস্কুল মাঠে উপজেলা ছাত্রশিবিরের জমকালো আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

ছাত্রশিবিরের কুতুবদিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিমের সভাপতিত্বে ও সেক্রেটরি মো. তানভীরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মো. আবু তালহা, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রশিবিরের সভাপতি আয়ুব আনসারী, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ আবু মুছা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহিম নূরী বলেন, দেশ এখনও দুর্নীতিগ্রস্ত, অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ নানান রাষ্ট্রীয় অসুখের করাল গ্রাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দেশের এমন অবস্থা হতে মুক্তির জন্য বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নীতিবান আদর্শ মানুষ তৈরির জন্যে দেশের ছাত্রসমাজের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে মীর মো. আবু তালহা বলেন, দেশের মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বয়সে ছোট ফুটবল খেলোয়াড়েরা পারফরম্যান্স দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব অর্জন করেছে; তাদেরকে ছাত্রশিবির সংবর্ধনা দিতে পেরে ধন্য মনে করছে। 

সংবর্ধনা অনুষ্ঠানে ১৭জন ক্ষুদে ফুটবলার এবং কোচের হাতে ক্রেস্ট ও ঈদের পানজাবি উপহার তুলে দেন অতিথিবৃন্দ।


চকরিয়া থানার নতুন ওসি শফিকুল ইসলাম

চকরিয়া থানার নতুন ওসি শফিকুল ইসলাম

চকরিয়া টাইমস:

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। বুধবার (১১মার্চ) রাত ১১টার দিকে চকরিয়া থানার দায়িত্বভার গ্রহণ করেন।

পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম এরআগে ব্রাহ্মণবাড়িয়া ১নং ওয়ার্ড পুলিশ ফাঁড়িতে ওসি ইমিগ্রেশন হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে গত ৫ নভেম্বর-২৪ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)‍‍ হিসেবে পদোন্নতি হয়।

তিনি দেশ মাতৃকার টানে ১৯৯২সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এ.এস.আই পদে আত্মনিয়োগ করেন। ওসি শফিকুল ইসলাম টাঙ্গাইল জেলা সদরের বাসিন্দা বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

সাংবাদিকদের সাথে কক্সবাজারের নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

সাংবাদিকদের সাথে কক্সবাজারের নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

চকরিয়া টাইমস: 

কক্সবাজার জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীনের যোগদান উপলক্ষে কক্সবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সোমবার (১০মার্চ) বিকাল সাড়ে ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতেই নবাগত পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীন আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কর্মজীবনে প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারের স্মৃতিচারণা করেন। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপারের প্রতি কক্সবাজারবাসীর আকাঙ্ক্ষা জানতে চান। উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে পর্যটন-নগরী হিসেবে কক্সবাজার জেলা সমসাময়িক সমস্যা ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধগুলো তুলে ধরেন।

নবাগত পুলিশ সুপার, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সমস্যাগুলো নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তিনি কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ কক্সবাজার জেলাকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দীন চৌধুরী পিপিএম-সেবা, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও সহ-সভাপতি কামাল হোসেন আজাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়তে চায় জামায়াত : চকরিয়ায় জেলা আমীর

যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়তে চায় জামায়াত : চকরিয়ায় জেলা আমীর

চকরিয়া টাইমস : 

জামায়াতে ইসলামী যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়তে চায় । বাতিলের সাথে আপোষহীনভাবে মোকাবেলা করে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। এ দেশে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য শহীদি কাফেলার শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন।

তিনি বলেন, ইসলামের বিরুদ্ধাচরণকারীরা নিজের পিতা-মাতা হলেও কোনো ধরনের আপোষ  নয় । আল্লাহ এবং তার রাসূল (সা) মুসলমানদের চুড়ান্ত বন্ধু । বিগত স্বৈরাচারের আমলে শত হামলা-মামলায় জামায়াতে ইসলামীকে স্তব্ধ করতে পারেনি । জুলাই বিপ্লবের মাধ্যমে সেই জুলুমের শেষ হয়েছে , এটাই আল্লাহর সিদ্ধান্ত ছিল । শত শাহাদাতের নাজরানায় দেশ-বিদেশে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে । তার ধারাবাহিকতায় জামায়াত দেশের প্রথম সারির রাজনৈতিক দলে পরিণত হওয়ায় দেশি-বিদেশি  ষড়যন্ত্রও বৃদ্ধি পেয়েছে । আওয়ামী লীগের মাধ্যমে ভারত জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের হত্যা করেছিল  । যতই ষড়যন্ত্র করুক না কেন, সামনে ইসলামী শক্তিই বড় শক্তিতে পরিণত হবে। আমাদেরকে সতর্ক ও ধৈর্যের সাথে অগ্রসর হতে হবে ।

সোমবার (১০ মার্চ) জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখার আয়োজনে চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে ইউনিয়ন-ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিবুল্লাহ। 

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদ ও চকরিয়া পৌর আমীর আরিফুল কবির।

এসময় মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর ফরিদুল আলম চৌধুরী, উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান চৌধুরী মানিক, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামানসহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে : আবদুল্লাহ আল ফারুক

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় মসজিদের ছাদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৯ মার্চ) ওয়ার্ড সভাপতি এ.ইউ.এম শহীদুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি নাজিম উদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। 

তিনি বলেন, বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। পবিত্র রমযান আমাদেরকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। এর আলোকে নিজেদেরকে পরিবর্তনের মাধ্যমে বৈষম্যহীন সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। 

এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ বাহাদুর, ইউনিয়ন সেক্রেটারি আতিকুর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি নবীউল হক মাহিন ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আবদুল্লাহ আল নোমান। 

এসময় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা জসিম উদ্দিন, গোলাম নাজের, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি একরামুল হক, সেক্রেটারি আবদুল আজিজ, জামায়াত নেতা এইচ.এম এরশাদ, আবু ছিদ্দিক, নেজাম উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। 


চকরিয়ার মাছঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা

চকরিয়ার মাছঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা

চকরিয়া টাইমস: 

চকরিয়ার বুড়িপুকুর মাছঘাট স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন জেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। 

রোববার (৯ মার্চ) বিকাল পাঁচটায় ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীদের সমবেদনা জানাতে ছুটে যান কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়া-পেকুয়ার জননেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং তাদের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেন। 

প্রতিনিধি দলে সঙ্গে ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির ও চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম। 

এসময় চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ নূরুন্নবী, পেশাজীবী সভাপতি শহিদুল ইসলাম, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড সভাপতি আরিফুল ইসলাম, চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শিল্পী শোয়াইব বিন হাবিব, সেক্রেটারি কফিল উদ্দিন, বিশিষ্ট ঠিকাদার ফরিদুল আলম, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মার্চের শুরুতে প্রথম রমযান উপজেলার বুড়িপুকুর মাছঘাট স্টেশনস্থ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় মসজিদের বারান্দাসহ ৭টি ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। তন্মধ্যে রয়েছে- চিত্ত কর্মকারের মালিকানাধীন কামারের দোকান, আবুল কালামের মালিকানাধীন মুরগির দোকান, শাহেদের মালিকানাধীন ভাতঘর, আমিন ডাক্তারের মালিকানাধীন ফার্মেসি, মাহমুদুল হকের মালিকানাধীন চায়ের দোকান, রানার মালিকানাধীন টেইলার্স, এনাম মিকারের দোকান ও পাশ^বর্তী মসজিদের আংশিক বারান্দা।

মহেশখালীতে আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালি ও আলোচনা সভা

মহেশখালীতে আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : 

মহেশখালী উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন মহেশখালী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস-২৫ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ। তিনি সভাপতির বক্তব্যে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

এসময় মহেশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের প্রতিনিধি, ব্রেকিং দ্যা সাইলেন্স, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়া আলোচনা সভায় বক্তারা- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের নারীদের ক্ষমতায়ন ও তাদের শ্রমকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের বাৎসরিক  অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) ১২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তাদের আলোচনায় নারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পেকুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

পেকুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : 

“অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পেকুয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫।

শনিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পেকুয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি প্রজেক্ট এর সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। 

পেকুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রক্ল্প বাস্তবায়ক কর্মকর্তা আবু তাহের, প্রশিক্ষক জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নারী সংশ্লিষ্ট বিশিষ্টজন।

এসময় ব্র্যাক আইএসইসি প্রজেক্ট পেকুয়ার ফিল্ড টেকনিক্যাল অফিসার বাপ্পী কুমার ঘোষসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের কর্মকর্তাসহ সহযোগি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থী ও নারী সমাজের সর্বস্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুতুবদিয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি প্রজেক্ট এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এতে উপজেলা প্রশাসন ও নারী সংশ্লিষ্ট সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

চকরিয়া টাইমস :

"অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় একাধিক কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চকরিয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি প্রজেক্ট ও ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ।

ব্রেকিং দ্য সাইলেন্স এর ফেমিনিস্ট ক্লাইমেট জাস্টিস অফিসার মিফতা বিনতে ইউছুফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া থানার দায়িত্বপ্রাপ্ত ওসি পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী গোলাম মোস্তফা, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, ব্র্যাক আইএসইসি প্রজেক্ট চকরিয়ার ফিল্ড কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম ও সাংবাদিক কে.এম নাছির উদ্দিন।

এসময় উপজেলা সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম, আইএসইসি প্রজেক্ট জেলা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম, স্বপ্না রাজবংশী ও আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের কর্মকর্তাসহ সহযোগি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থী ও নারী সমাজের সর্বস্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কক্সবাজারে পাঁচটি দোকান পুড়ে ছাই

কক্সবাজারে পাঁচটি দোকান পুড়ে ছাই

চকরিয়া টাইমস : 

কক্সবাজার শহরের হোটেল মোটেল জোন কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ঝিনুক মার্কেটে ভয়াবহ অগ্নিকা-ে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৫ মার্চ) সকালে ৯৯ ব্রাইডেলের সামনের ঝিনুক মার্কেটে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এতে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। 

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কেউই কিছু জানাতে পারেনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি দাবি করেন।