জুলাই অভ্যুত্থানে আহত চকরিয়ার ১০জনের মাঝে দশ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

জুলাই অভ্যুত্থানে আহত চকরিয়ার ১০জনের মাঝে দশ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

চকরিয়া টাইমস:

জুলাই অভ্যুত্থানে আহত চকরিয়ার ১০জনের মাঝে প্রতিজন ১লাখ টাকা করে ১০লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে চকরিয়া উপজেলা প্রশাসন।

রোববার (১জুন) চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিভাবে অনুদানের এসব চেক বিতরণ করা হয়।

এসময় উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, ছাত্র প্রতিনিধি মোবারক হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিজন ১লাখ টাকা করে ১০লাখ টাকার আর্থিক অনুদানের চেকপ্রাপ্তরা হলেন- মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ বোরহান উদ্দিন রিমন, মুহাম্মদ হাবিব উল্লাহ মিজবাহ, মুহাম্মদ মোরশেদুল হক, মুহাম্মদ জুনায়েদ খাঁন রাহাত, আব্দুল্লাহ মাহমুদ, মুহাম্মদ সাকিবুল ইসলাম, মুহাম্মদ মঈনুল হাসান জিহাদ, মুহাম্মদ আব্দুল্লাহ ও মুহাম্মদ হাসান।

পেকুয়ায় জুলাই যুদ্ধে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

পেকুয়ায় জুলাই যুদ্ধে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

চকরিয়া টাইমস: 

কক্সবাজারের পেকুয়ায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে আহত পাঁচ বীর যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে দেয়া এ অনুদানের চেক হস্তান্তর করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা দেশের সুপরিচিত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী।

শনিবার (৩১ মে) পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল আমাদের গণতন্ত্র ও অধিকার রক্ষার সংগ্রামের এক অনন্য অধ্যায়। আহত যোদ্ধারা জাতির গর্ব; তাঁদের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।”

তিনি আরও বলেন, “এই আর্থিক অনুদান কেবল সহায়তা নয়, এটি এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি—যেখানে সংস্কৃতি ও সংগ্রাম একে অপরের পরিপূরক।”

সভাপতির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন বলেন, “আন্দোলনের ইতিহাস যারা রচনা করেন, তাঁদের ত্যাগ ও অবদানের মূল্য কখনোই অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। তবে এই আর্থিক সহায়তা তাঁদের প্রতি জাতির সম্মান ও কৃতজ্ঞতার প্রতিফলন। সরকার সবসময় দেশপ্রেমিক নাগরিকদের পাশে থাকবে।”

আর্থিক অনুদানপ্রাপ্ত আহত যোদ্ধারা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।

চেক বিতরণ শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পেকুয়া সদরের মেহেরনামা গ্রামের বাড়িতে যান এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

চকরিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল

চকরিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (৩১মে) বিকাল ৩টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম আবুল হাসেম, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, মাহমুদুল করিমসহ চকরিয়া উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরফাত রহমান খোকোর রুহের মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মৌলভী শরিফুল আলম।

সালাহউদ্দিনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে চকরিয়ায় শ্রমিকদল ও কৃষকদলের বিক্ষোভ

সালাহউদ্দিনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে চকরিয়ায় শ্রমিকদল ও কৃষকদলের বিক্ষোভ

চকরিয়া টাইমস:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে চকরিয়ায় যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা শ্রমিকদল ও কৃষকদল।

বৃহস্পতিবার (২৯ মে) বিকাল চারটায় চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টার থেকে শুরু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চিরিঙ্গা শহর প্রদক্ষিণ করে সিস্টেম কমপ্লেক্স চত্বরে সমাবেশে মিলিত হয়।

মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. নাসির উদ্দিন ও উপজেলা কৃষকদলের আহবায়ক মো. মহিউদ্দিন পুতু।

এসময় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন লাল্টু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল আজিম, বিএনপি নেতা মোস্তাক আহমদসহ শ্রমিকদল ও কৃষকদল এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

"আদর্শিকভাবে ব্যর্থ হয়ে জামায়াত নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে হত্যা করেছে" : জেলা আমীর আনোয়ারী

"আদর্শিকভাবে ব্যর্থ হয়ে জামায়াত নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে হত্যা করেছে" : জেলা আমীর আনোয়ারী

 চকরিয়া টাইমস: 

জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জননেতা এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগ কর্তৃক বেকসুর খালাস পেয়ে মুক্তি পাওয়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক শোকরানা সমাবেশ ২৮ মে সন্ধ্যায় জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মহান আল্লাহর একান্ত ইচ্ছায় ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ছিন্ন করে নিরপরাধ মানুষ হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বেকসুর খালাস পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম। ফ্যাসিস্ট আ'লীগ জামায়াতে ইসলামীকে আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে নেতৃবৃন্দ কে হত্যার মিশনে নেমেছিল। এটিএম আজহারুল ইসলামের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ন্যায় ভ্রষ্ট রায়ের মাধ্যমে যাদের কে ফাঁসি দিয়েছে তারা সকলেই ছিল নির্দোষ ও নিরপরাধ। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আ'লীগ আমাদের নেতৃবৃন্দ কে হত্যা করেছে। আমরা দেশবাসীর কাছে জামায়াত নেতৃবৃন্দের প্রতি আ'লীগের অবিচার ও জুলুমের বিচার তুলে দিলাম। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন মোহনায় উপনীত হয়েছে। দেশ ও ইসলাম বিরোধী শক্তি এখনো বাংলাদেশকে পথহারা করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি সকল নেতাকর্মীকে শাহাদাতের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব ও ইসলামী তাহজীব -তামাদ্দুন রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকরানা সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সহকারী সেক্রেটারি দরবেশ আলী মু. আরমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শফিউল হক জিহাদী।

এটিএম আজহার মুক্তি পাওয়ায় চকরিয়া পৌরসভা জামায়াতের শোকরানা সভা

এটিএম আজহার মুক্তি পাওয়ায় চকরিয়া পৌরসভা জামায়াতের শোকরানা সভা

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় পৌরসভা জামায়াতের উদ্যোগে সদ্য কারামুক্ত জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শোকরানা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। 

বুধবার (২৮ মে) বিকাল সাড়ে পাঁচটায় চকরিয়া পৌরশহরের সোসাইটি শাহী জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত শোকরানা সভার সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মোঃ আরিফুল কবির। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী। 

এসময় পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন।

চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

চকরিয়া টাইমস :

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২৮ মে) এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীপশিখা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জায়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষে সাতদিনের পুষ্টি সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আরিফ উদ্দিন, উপজেলা কৃষি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মো. ইফতেখারুল আলম ও চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া।

এসময় ইসলামিক ফাউন্ডেশন চকরিয়ার সুপারভাইজার আমির হোসেন, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান, এসএআরপিভি আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাকসুদুল আলম মুহিত, একলাবের প্রজেক্ট ম্যানেজার মাহবুবুল হক ভূঁইয়া, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ নুরুল আখের, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অপু মজুমদার, কাকারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুর রহমান, বিএমচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল মানিকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ও অনুষ্ঠান সভাপতিসহ উপস্থিত সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়। উল্লেখ্য, বুধবার ২৮ মে থেকে শুরু হওয়া পুষ্টি সপ্তাহ কর্মসূচি চলবে ৩জুন মঙ্গলবার পর্যন্ত।

সালাহউদ্দিনকে নিয়ে মিথ্যাচার : প্রতিবাদে চকরিয়ায় ছাত্রদলের বিক্ষোভ

সালাহউদ্দিনকে নিয়ে মিথ্যাচার : প্রতিবাদে চকরিয়ায় ছাত্রদলের বিক্ষোভ

চকরিয়া টাইমস : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে বিভিন্ন মাধ্যমে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চকরিয়া উপজেলা ছাত্রদল। 

মঙ্গলবার (২৭ মে) বিকাল সাড়ে ৪টায় চিরিঙ্গা জনতা শপিং সেন্টার থেকে শুরু করে মিছিলটি থানা রাস্তার মাথা হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা- অবিলম্বে জাতীয় নেতা সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে মিথ্যাচারের বন্ধ করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতাসহ সৌহার্দপূর্ণ অবস্থান বজায় রাখার আহবান জানান।

শ্রমিকদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়নকে গতিশীল করতে হবে : এস.এম লুৎফর রহমান

শ্রমিকদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়নকে গতিশীল করতে হবে : এস.এম লুৎফর রহমান

চকরিয়া টাইমস :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, গতিশীল ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায় সম্ভব। তাই ট্রেড ইউনিয়নকে গতিশীল করতে হবে। প্রতিটি পেশায় ট্রেড ইউনিয়ন গঠনের পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে যত পেশা তত ইউনিয়ন এই স্লোগানকে সামনে রেখে ট্রেড ইউনিয়ন গঠনের ভূমিকা রাখা। উপজেলা ও থানা পর্যায়ে পেশাভিত্তিক কমিটি গঠন ও কার্যক্রম মজবুত করার উদ্যোগ গ্রহণ করা।

‘যত পেশা তত কমিটি’ এ স্লোগানকে ধারণ করে তৃণমূল পর্যায়ে পেশা ভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া। প্রত্যেক জনশক্তিকে পেশা ভিত্তিক কাজে নিয়োজিত করা ও দায়িত্ব বণ্টন করে দেওয়া। পেশা ভিত্তিক পরিকল্পিত ভাবে জনশক্তি বৃদ্ধি ও ইউনিট গঠন করা। পেশা ভিত্তিক শ্রমিকদেরকে সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করা। পেশা ভিত্তিক শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে মাঠ পর্যায়ে আন্দোলন গড়ে তোলা ও নেতৃত্ব দেওয়া। সকল পেশায় দাওয়াতি কাজকে জালের মত ছড়িয়ে দেওয়া এবং শ্রমিকদের মাঝে প্রভাব সৃষ্টি করা ইত্যাদি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার উদ্যোগে উদ্যোগে আয়োজিত ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
জেলা সভাপতি শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন এর সঞ্চালনায় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি ও ককসবাজার শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান, সহ-সাধারণ সম্পাদক ও পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি মুহাম্মদ শাহজাহান, জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সরোয়ারুল ইসলাম, শ্রমিক নেতা রিদুয়ানুল হক জিসানসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চকরিয়ায় চলছে তিনদিনের ভূমি মেলা

চকরিয়ায় চলছে তিনদিনের ভূমি মেলা

চকরিয়া টাইমস :

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় শুরু হয়েছে তিনদিনের ভূমি মেলা।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

এরপর চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের সভাপতিত্বে ভুমি সেবা সংক্রান্ত আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি তিনদিনের ভুমি মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিন, চকরিয়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: আরিফ উদ্দিন, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. ইয়াছিন মিয়া, চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তহসিলদার, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, ভুমি অফিসের সার্ভেয়ার, নাজির এবং কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।