পেকুয়ায় জামায়াতের নেতার ওপর হামলার ঘটনায় বিক্ষোভ

পেকুয়ায় জামায়াতের নেতার ওপর হামলার ঘটনায় বিক্ষোভ

 চকরিয়া টাইমস: 

পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোহাম্মদ নুরুল কবিরের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টইটং ইউনিয়ন জামায়াতের।
আজ মঙ্গলবার (৪ মার্চ) ইউনিয়ন সভাপতি মাওলানা আনসার উল্লাহ'র সভাপতিত্ব ও সেক্রেটারি মাওলানা জিয়াউল হক শফিকীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক নেতা মাওলানা হাসান শরীফ, বারবাকিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মনজুরুল আলম, পেকুয়া উপজেলা শিবির সভাপতি শাহাদাত মোস্তফা, ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, জামায়াত নেতা মাহমুদুল হক, টইটংয়ের মাওলানা মাহফুজুর রহমান ও ছাত্রনেতা সাকিব হাসান।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার সেক্রেটারি ডাঃ নুরুল কবিরের উপর হামলার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসন এখনো নির্বিকার। যে বা যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। এই হামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রনোদিত ও পূর্ব পরিকল্পিত। সুতরাং, প্রসাশনকে জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
স্মার্ট কিচেন এন্ড ক্রোকারিজের উদ্বোধন

স্মার্ট কিচেন এন্ড ক্রোকারিজের উদ্বোধন

চকরিয়া টাইমস:

চকরিয়া পৌরসভার মগবাজার স্টেশনে উদ্বোধন করা হয়েছে সবধরনের ক্রোকারিজ পণ্যের আস্থা ও নির্ভরযোগ্য রুচিশীল বিপণন প্রতিষ্ঠান "স্মার্ট কিচেন এন্ড ক্রোকরিজ"।
শুক্রবার (২৮ ডিসেম্বর) স্মার্ট কিচেন এন্ড ক্রোকারিজের মালিক আতিকুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি ফিতা কেটে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক চকরিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির ও ইসলামি ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি কেন্দ্রীয় নেতা মুছা ইবনে হোসাইন বিপ্লব৷
এসময় স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্মার্ট কিচেন এন্ড ক্রোকারিজে সূলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রী রাইচ কোকার, প্রেসার কোকার, ফ্রাইফেন, কড়াই, ব্লেন্ডার, আইরন, কেতলি, চুলা, ডিনার সেট, গিফট আইটেমসহ সকল উন্নত মানের ক্রোকারিজ সামগ্রী পাওয়া যাবে।
মাতামুহুরী নদীর চর থেকে হাত-পা বাধা টমটম চালকের লাশ উদ্ধার

মাতামুহুরী নদীর চর থেকে হাত-পা বাধা টমটম চালকের লাশ উদ্ধার

চকরিয়া টাইমস :  

পেকুয়ার মোড়াপাড়া এলাকায় মাতামুহুরী নদীর চর থেকে হাত-পা বাধা অবস্থায় এক টমটম চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় লাশটি উদ্ধার করা করা হয়। উদ্ধারকৃত লাশটি চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের বাসিন্দা মো. আলীর ছেলে মোহাম্মদ মুজিবের বলে সনাক্ত করেছেন এলাকাবাসী। 

স্থানীয়রা ধারণা করছেন, সোমবার দিনগত রাতে বিদ্যুত চালিত টমটম গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। এতে সে মারা গিয়ে পানির সাথে ভাসতে ভাসতে পেকুয়া উপজেলার মোড়াপাড়ার অদূরে চলে যায়। 

মঙ্গলবার সকালে স্থানীয়রা চরে পরিত্যক্ত (উপুড়) অবস্থায় লাশটি দেখতে পেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশের একটিদল এলাকাবাসীর সহযোগিতায় টমটম চালক মুজিবের লাশটি উদ্ধার করে। 

এব্যাপারে চকরিয়া থানার দায়িত্বপ্রাপ্ত ওসি পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনও পর্যন্ত পরিবার ও সংশ্লিষ্ট কেউই থানায় আসেননি। ঘটনাস্থল থেকে পেকুয়ার পুলিশ টিম লাশটি উদ্ধার করেছে বলে সত্যতা নিশ্চিত করেন তিনি।

দুই উপজেলার মেলবন্ধন এক বাঁশের সাঁকো

দুই উপজেলার মেলবন্ধন এক বাঁশের সাঁকো

সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবা‌ড়িয়া): 

তিতাস নদীর উপর অস্থায়ী সাঁকো, পাকা সেতুর দাবি ৩৫ হাজার মানুষের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদীর উপর নির্মিত অস্থায়ী বাঁশের সাঁকোই এখন ভরসা দুই উপজেলার ১৭ গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষের। অর্ধশত বছর ধরে এই স্থানে খেয়া নৌকায় পারাপার করতে গিয়ে সীমাহীন ভোগান্তি পোহাতে হতো এলাকাবাসীর। তবে গত ৪-৫ বছর ধরে এই বাঁশের সাঁকো নির্মিত হওয়ায় মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। এখন ঝুঁকি নিয়ে হলেও দ্রুত নদী পারাপার করতে পারছে তারা।

সংশ্লিষ্ট এলাকাবাসী জানিয়েছেন, তিতাস নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মিত হলে বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার প্রায় ৩৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব হবে। বিশেষ করে নবীনগর উপজেলার অন্তত ১৭ হাজার মানুষ কম সময়ে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে যেতে পারবে।

স্থানীয়দের দাবি উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলোহনিয়া ওয়াই সেতুর নিচ থেকে তিতাস নদীর একটি শাখা কলাকান্দি, পূর্বহাটি, ফরদাবাদ, পিঁপড়িয়াকান্দা, দুবাচাইল, বাজে বিশারা, ভিটিবিশারা, গোকুলনগরসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে ইমামনগর পর্যন্ত প্রবাহিত। অর্ধশত বছর ধরে এই স্থানে খেয়া নৌকা চলাচল করত। কিন্তু নৌকায় পার হতে সময় লাগার পাশাপাশি ঝুঁকিও ছিলো অনেক।

অবশেষে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ৪০০ ফুট দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। এই সাঁকো ব্যবহার করে দুই উপজেলার মানুষ প্রতিদিন বাঞ্ছারামপুর উপজেলা সদরসহ ঢাকা, কুমিল্লা, মুরাদনগর ও নবীনগরে যাতায়াত করছে। তবে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি এই সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ এবং বর্ষাকালে চলাচল আরও কষ্টসাধ্য হয়ে ওঠে। 

সাঁকোটি ব্যবহার করে নবীনগর উপজেলার রতনপুর, শ্রীকাইল, ভিটিবিশারা, বাজে বিশারা, শাগদা, পেন্নাই, চন্দ্রনাইল, দুবাচাইল, সাহাপুর, সাতমোড়া, মোল্লা ও ভাউচাইল গ্রামের মানুষ কড়িকান্দি ফেরি পার হয়ে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে। অন্যদিকে বাঞ্ছারামপুর উপজেলার ইমামনগর, দরিকান্দি, গোকুলনগর, খাল্লা ও ফরদাবাদ গ্রামের মানুষ নবীনগরসহ কুমিল্লা ও চট্টগ্রামে যাতায়াত করছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

স্থানীয়দের দাবি দ্রুত সেতু নির্মাণ স্থানীয়দের মতে, তিতাস নদীর উপর একটি পাকা সেতু নির্মিত হলে দুই উপজেলার প্রায় ৩৫ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে। এতে নবীনগরের অন্তত ১৭ হাজার মানুষ কম সময়ে ঢাকা যেতে পারবে। এলাকাবাসী দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে বলেছেন, বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তাদের দাবি, প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে দ্রুত সেতু নির্মাণ করা হলে এলাকাবাসীর দুর্ভোগ দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।

ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসায় স্কিলফো পাইলট প্রকল্পের ওয়ার্কশপ

ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসায় স্কিলফো পাইলট প্রকল্পের ওয়ার্কশপ

চকরিয়া টাইমস:

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও ইউনিসেফের সহযোগিতায় চকরিয়ার ডুলাহাজারায় স্কিলফো পাইলট প্রকল্পের এমসিপিদের রিভিও ওয়ার্কশপ সোমবার (২৪ফেব্রুয়ারী'২০২৫) ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসা সুপার মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদিপ্ত খীসা।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ইন্সট্রাক্টর ও স্কিলফো পাইলট প্রকল্পের কোর্স কো-অডিনেটর রবিউল ইসলাম ও ইউনিসেফ স্কিলফো পাইলট প্রকল্পের ডোনার আসাদুজ্জামান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার প্রতিনিধি সাংবাদিক শাহ মোহাম্মদ জাহেদ, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিনসহ সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য এমসিপি (ব্যাবসায়ী) ও বিভিন্ন ক্যটাগরীর ব্যাক্তিবর্গ।

স্কিলফো পাইলট প্রকল্পের (এফএমএ) ফরহাদ পিয়ারুর সঞ্চালনায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, অত্র প্রকল্পে ঝরে পড়া শিক্ষার্থীদের রোধ, বেকারত্ব দূরীকরণ, মাদক, জুয়া, ইভটিজিং চুরি ও ছিনতাই থেকে বিরত রাখতে এই প্রকল্প যুগান্তকারী ভূমিকা রাখবে।

স্কিলফো পাইলট প্রকল্পের ছয় মাসব্যাপী কারিগরী বিষয়ে বিভিন্ন ধরণের প্রশিক্ষণসহ উপানুষ্ঠানিক ও কারিগরি শিক্ষার মাধ্যমে সুদক্ষ জনশক্তি উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, বাস্তবায়িত প্রকল্পটি চলমান থাকলে আগামী দিনের কিশোর কিশোরীরা অনৈতিক কাজ থেকে বিরত থেকে নিজ নিজ যে দক্ষতা অর্জন করেছে; তা দিয়ে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারবে। তাছাড়া এ প্রকল্পের আওতায় ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোর কিশোরীদের সাক্ষরতা নিশ্চিত ও কারিগরী শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে ছয় মাস ব্যাপী বিনামূল্যে ট্রেনিং শেষে এককালীন তাদেরকে প্রতিজন ১৫ হাজার টাকা এবং পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিশেষ সার্টিফিকেট প্রদান করা হবে।

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

চকরিয়া টাইমস:

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি-২০২৫ এর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ।

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক ড. শামসুদ্দীন শিশির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যসহ মাধ্যমিক ও প্রাথমিক শাখার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নরেশ রুদ্র টিটু ও সহকারী শিক্ষক ইমরানুল ইসলাম। পরে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
মাহে রমজানকে স্বাগত জানিয়ে চকরিয়া পৌরসভা জামায়াতের মিছিল

মাহে রমজানকে স্বাগত জানিয়ে চকরিয়া পৌরসভা জামায়াতের মিছিল

চকরিয়া টাইমস :

মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামী । গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আসরের নামাযের পর পুরাতন বাস স্টেশন থেকে মিছিলটি শুরু করে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথা এলাকার সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।

তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, রমজানে দিনের বেলায় সকল হোটেল রেস্তোরা বন্ধ রাখতে হবে । সকল ধরনের অশ্লীলতা পরিহার করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, বাজারে কোনও ধরনের সিন্ডিকেট আমরা দেখতে চাই না । আপনারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন । রমজানে সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। রমজানে পবিত্র কুরআন নাজিল হয়েছে। আমরা কুরআনের আলোকে জুলুম দখলদারিত্ব মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই।

চকরিয়া পৌর জামায়াতের আমীর জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবিরের সভাপতিত্বে স্বাগত মিছিল ও সমাবেশে ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলার সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব, জামায়াত নেতা মাওলানা জামাল হোছাইন, এস.এম আলী জিন্নাহ, মাহফুজুল করিমসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সেক্রেটারির নেতৃত্বে স্বতঃস্ফূর্ত সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণ অংশগ্রহণ করেন।
মাহে রমজানের পবিত্রতা রক্ষায় রামু উপজেলা জামায়াতের স্বাগত মিছিল

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় রামু উপজেলা জামায়াতের স্বাগত মিছিল

কক্সবাজার সংবাদদাতা:

কক্সবাজারের রামু উপজেলা জামায়াতের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে স্বাগত মিছিল বের করেছে নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামায শেষে এ মিছিল মহাসড়ক থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামু বাস স্টেশনস্থ চৌমুহনী চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন রামু উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মুহাম্মদ হাসান। পরে তিনি সমাবেশের সভাপতিত্ব করেন।

রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আবু নাঈম মুহাম্মদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক ও জামায়াত নেতা মুহাম্মদ সোহরাব হোসেন। এসময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা- সিয়াম সাধনার মাস রমজানে আল্লাহ ভীরুতা অর্জনের আহবান জানিয়ে বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ এবং এর আলোকে পরিবার ও রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

নতুন কমিটি ঘোষণা, ঐক্যবদ্ধ হয়ে কাজের প্রতিশ্রুতি: মাহবুবুর রহমান

নতুন কমিটি ঘোষণা, ঐক্যবদ্ধ হয়ে কাজের প্রতিশ্রুতি: মাহবুবুর রহমান

সোহাইল আহমেদ, স্টাফ রিপোর্টার: 

ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে উল্লেখ‌ করে মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন অধ‌্যাপক মাহবুবুর রহমান

বৃহস্পতিবার  (২৭ ফেব্রুয়ারি) সকা‌লে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উদ্যোগে  মাওলাগঞ্জ বাজার অ‌ডি‌টোরিয়ামে এক জনসভায়  তিনি এ কথা বলেন। মাও‌লানা জুবা‌য়ের আহ‌মে‌দ ও মাওলানা নুরুদ্দি‌নের সঞ্চলনায় সভাপতিত্বে ক‌রেন মোহম্মদ শামসুল হক (সুমন)

মাহবুবুর রহমান ব‌লেন, ‘ছাত্র তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। মতপার্থক্য নিয়েই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে।’

তিনি আরও ব‌লেন আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। যেখানে জুলুম, দুর্নীতি, অন্যায় থাকবে না। থাকবে শান্তি, সমৃদ্ধি, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ এবং সাম্য। সেই রাষ্ট্র হবে ইসলামি মূল্যবোধের রাষ্ট্র। এ জন্য আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস নিয়েছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য এই প্রয়াস ইনশা আল্লাহ সফল হবে

সভায় প্রধান বক্তা হি‌সা‌বে উপ‌স্থিত ছি‌লেন অধ‌্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গাজী নিয়াজুল ক‌রীম, মুফ‌তি মাসুম বিল্লাহ, মাওলানা জা‌কির হোসাইন,হা‌ফেজ কারী মোহাম্মদ আলী, মুফ‌তি সাইদুর ইসলাম আল মাদানী, মাওলানা জ‌মির হোসাইন সি‌দ্দিকী, আলমগীর হোসাইন (বাদল), মুফ‌তি মাসুম বিল্লাহ ফরিদী আরও উপ‌স্থিত‌ ছি‌লেন হা‌ফেজ আশ্রাফ আলী, মুফ‌তি শেখ সাদী বিন আব্দুল মজীদ, মুফ‌তি মোবারক উল্লাহ সিরাজী, শ‌ফিক মিয়া প্রমূখ। 

প‌রে স‌ম্মেলন শে‌ষে দুই (২০২৫-২৬) বছ‌র মেয়াদী নতুন ক‌মি‌টি গঠন করা হয় সভাপ‌তি মো: শামসুল হক সুমন, সহসভাপ‌তি মো: জুবা‌য়ের আহ‌মেদ, সহসভাপ‌তি মুফ‌তি সাইদুল ইসলাম, সে‌ক্রেটা‌রি মওলানা জা‌কির হোসাইন, সাংগঠ‌নিক সম্পাদক মাওলানা নুরু‌দ্দিন।

কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়ন

কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস : 

প্রাথমিক গোল্ডকাপ ফুটবল-২০২৫ এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলায় সিলেট বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিভাগ। 

খেলায় চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীতে টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।